রবিবার, ৩০ মার্চ, ২০১৪

রাতআপ বন্দর শাখার বিশেষ সভা অনুষ্টিত

গত ২৯ মার্চ ২০১৪ইং শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (বন্দর শাখা)র উদ্দোগে বন্দরটিলাস্থ ওয়েক আপ অফিসে এক বিশেষ সভা অনুষ্টিত হয়। রাতআপ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম রাহে ভান্ডারী।
সভায় রাতআপ, বন্দর শাখার উদ্দোগে এক মাহফিল আয়োজন করার সিন্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছাড়াও আরোও উপস্তিত ছিলেন উক্ত শাখার সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সেলিম, মফিজ,  সাইফুল, বক্কর,  আজমান, বো্রহান, রানা, হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ছবি ও সম্পাদনায়:
 োহাম্মদ তানভীর ইসলাম, 
                                                      সাংগঠনিক সম্পাদক, রাতআপ বন্দর শাখা।