গত
৯ ডিসেম্বর ২০১৪ ইংরেজী মঙ্গলবার মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ব শরাফতের অন্যতম
প্রাণ পুরুষ, হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) এর অনন্য বৈশিষ্ট্যের ধারক-বাহক খলিফা হযরত ছুফি আমিনুল হক ওয়াসেল (কঃ) মাইজভান্ডারী’র পবিত্র বার্ষিক ওরছ শরীফ মাইজভান্ডার
দরবার শরীফস্থ দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী- আমিল মঞ্জিলে মহাসমারোহে উদযাপিত
হয়।
ওরছ শরীফে আগতদের জ |
ওরছ
উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। আয়োজনের মধ্যে ছিল খতমে কোরআন, গোসল শরীফ,
তাবাররুক বিতরণ, নাতে রাসুল (দঃ) পরিবেশন, ছামা মাহফিল ও আখেরী মোনাজাত।
দেশের
বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত, আশেক ও মুরিদানগণ জুলুছ সহকারে ওরছে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় ভক্ত, আশেক ও মুরিদানগণের ঢলে মাইজভান্ডার দরবার শরীফ লোক লোকারণ্যে পরিণত
হয়।
আমিন
মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন হযরত শাহছুফি মারুফ বিন কাদেরের (মাঃজিঃআঃ) নেতৃত্বে
হযরত শাহছুফি আমিনুল হক ওয়াসেল (কঃ) মাইজভান্ডারীর রওজার গোসল শরীফ অনুষ্ঠিত হয়।
গোসল শরীফের সময় ওরছে আগত ভক্তদের একাংশ |
বাদে
এশা রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ ও রাহে ভান্ডার ওলামা পরিষদের সদস্যরা নাতে রাসুল
(দঃ) পরিবেশন করেন। নাতে রাসুল (দঃ) পরিবেশন শেষে বাংলা ইউকিপিডিয়াতে প্রকাশিত ছৈয়দ দেলোয়ার হোছেন মাইজভান্ডারী (কঃ) ও ছৈয়দ জিয়াউল হক মাইহভান্ডারী (কঃ) এর জীবনী সহ অন্যান্য ছুফিগণের জীবনী প্রদর্শশনীর উদ্বোধন করা হয়। প্রর্দশনী উদ্বোধন
করেন দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত ছুফি
ওসমান কাদের পিন্টু মিয়া মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)। এ সময় অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন আমিন মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন হযরত ছুফি মারুফ বিন কাদের (মাঃজিঃআঃ), রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন - নবী দিবসের সূচনাকারী - ইউনিভার্সেল ছুফি ফ্যাস্টিবল ও রাহে ভান্ডার এ্যানোবেল এ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ), নায়েব মোন্তাজেম হযরত ছুফি ডাঃ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ) সহ
প্রমুখ।
বাংলা ইউকিপিডিয়াতে জীবনী প্রর্দশনী উদ্বোধন করছেন ওসমান কাদের পিন্টু মিয়া শাহ |
প্রদর্শনীর
শেষে মাইজভান্ডারী ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছামা মাহফিলের পরিবেশনা ওরছ শরীফের অনুষ্ঠানকে
অন্য মাত্রায় নিয়ে যায়। ছামা মাহফিলে ছুফিয়ানা কালাম পরিবেশন করেন প্রখ্যাত কাওয়াল মোঃ জসিম,
মোঃ মনসুর ও মোঃ নিজাম উদ্দিন। রাত ব্যাপী এ মাহফিলে ভক্তদের উপস্থিতি ও অংশগ্রহণ
ছিল মনোমুগ্ধকর।
রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের নাতে রাসুল (দঃ) পরিবেশন |
ছামা
মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহছুফি ওসমান
কাদের পিন্টু মিয়া মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)।
ওরছ
শরীফে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আত্মিক ও পরলৌকিক শান্তি কামনা করে ভক্ত, আশেক ও
মুরিদানগণ নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
রাহে ভান্ডার তথ্য দপ্তর হতে সম্পাদনায়ঃ
মোহাম্মদ ইকবাল হোসেন
তথ্য ও ছবিঃ
মোহাম্মদ ইকবাল হোসেন
তথ্য ও ছবিঃ
সাইফুল আলম নাইডু
ছৈয়দ মশিয়র রহমান রাহাত
সংবাদ সংযোগঃ
tnx kiron hossain
উত্তরমুছুন