বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

রাহে ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে গত ৫ জানুয়ারী ২০১৫, ১৩ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরী  সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়।

   রাহে ভান্ডার আশেকান পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, নাতে রাছুল পরিবেশন, আলোচনা সভা ও তাবাররুক বিতরণ।
রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারীর নেতৃত্বে পরিষদের সকল সদস্যরা ‍বাদে জোহর থেকে কোরআন খতমে অংশগ্রহণ করে।

প্রধান  অতিথি বক্তব্য রাখছেন
     বাদে মাগরিব রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সদস্যরা নাতে রাছুল পরিবশেন করেন। ছুফি শিল্পী পরিষদের  মনোমুগ্ধকর পরিবশেনায় উপস্থিত আশেক ভক্তগণ বিমোহিত হন।

     বাদে এশা দিনব্যাপী অনুষ্ঠানের মূলপর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের দীক্ষাগুরু, নবী দিবসের উদ্যেক্তা, মহাত্মা সম্মেলনের আয়োজক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাহে ভান্ডার ত্বরীকার অনুসারীদরেকে সরকারে কায়েনাত, আহমদে মোজতবা মোহাম্মদ মোস্তফা (দঃ) এর আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করার মাধ্যমে সে আদর্শকে বিশ্বময়ী ছড়িয়ে দিতে নির্দেশ দেন।
ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভায় আগত ভক্ত মুরিদানের একাংশ
     তিনি বলেন, কেউ যদি মনে করে হযরত মোহাম্মদ (দঃ) চল্লিশ বছর বয়সে নবুয়ত অর্জন করেছেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ তিনি তখনকার নবী, যখন আদম ও হাওয়া সৃষ্টি হয়নি। তিনি বলেন, মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু হযরত মোহাম্মদ (দঃ) এর রূপে বিমোহিত হয়ে মানবজাতি সৃষ্টি করতে ইচ্ছে প্রকাশ করেন।তাই যারা সরকারে কায়েনাতের শানে বেয়াদবী করছে, তাদেরকে রাছুলে কারীমের আদর্শকে মনে প্রাণে ধারণ করে মোহাম্মদী ইসলামের পথে চলার পরামর্শ দেন।

     আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত, আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম মিডু, রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি  মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারী ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু।
    
     আলোচনা সভা শেষে মাইজভান্ডারী ত্বরীকা মোতাবেক ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছামা মাহফিল শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সম্পাদনায়

তথ্য বিভাগ
রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)

ছবি

ছৈয়দ মশিউর রহমান রাহাত


1 টি মন্তব্য: