গত ৩ ফাল্গুন ১৪২০ বাংলা ১৫ ফেব্রুয়ারী
২০১৪ ইং রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) রাঙ্গুণীয়া শাখার উদ্যোগে রাঙ্গুনীয়াস্থ
লস্কর তালুকদার বাড়ীতে অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সেকান্দর এর বাসগৃহে
মহান ৭ চৈত্র মহাত্মা সম্মেলন উপলক্ষে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব
করেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার সভাপতি মোহাম্মদ রবউল ইসলাম।
উক্ত সভায় মহাত্মা সম্মেলন ২০১৪ উপলক্ষে রাতআপ রাঙ্গুনীয়া শাখার পক্ষ থেকে বাজেট ঘোষনা করা
হয়। সভায় রাতআপ রাঙ্গুনীয়া শাখার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সকল সদস্য
সম্মেলনকে সফল করার জন্য একযোগে কাজ করতে সম্মত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার
সম্মানিত উপদেষ্টা ছুফী মোহাম্মদ হারুণূর রশিদ এবং মোহাম্মদ সেকান্দর, রাহে ভান্ডার
ওলামা পরিষদ এর কার্যকরী সদস্য মৌলানা ফখরুদ্দিন রাহে ভান্ডারী, রাতআপ- ওমান শাখার
সাধারন সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম।এছাড়াও রাতআপ রাঙ্গুনীয়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ
সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদদ কাউছার হামিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মৌলানা
শাহাবুদ্দিন রাহে ভান্ডারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন