বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

রাহে ভান্ডারে পবিত্র ওরছে হায়াতী মহাসমারোহে উদযাপিত

ওরছে হায়াতীতে তকরির পেশ করছেন ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদ জমান হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ)’ ৫৪ তম খেলাফত দিবস স্মরণে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে মহান ওরছে হায়াতী গত ২৩ অক্টোবর, কার্তিক শুক্রবার দরবার শরীফ প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয় উক্ত ওরছ শরীফে দূর দূরান্ত- হতে হাজারো ভক্ত মুরিদগণের সমাগম ঘটে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে আয়োজিত প্রধান বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে এটি অন্যতম উল্লেখ্য হযরত ছুফী মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) কে তাঁর স্বীয় মুর্শিদ কেবলা দুলহায়ে হযরত গাউছুল আজম, ছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) উক্ত দিবসে খেলাফত প্রদান করেন

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। তৎমধ্যে কোরআন তিলওয়াত, কোরবানী, গিলাফ পরিধান, মিলাদ মাহফিল, তবাররুক বিতরণ ছেমআ মাহফিল উল্লেখযোগ্য। রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু, নবী দিবস মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা হযরত ছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ) মিলাদ মাহফিলে ভক্ত মুরিদগণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। অত্র দরবার ছাড়াও বিভিন্ন দরবার হতে পীর মাশায়েখ ওলামাবৃন্দ উপস্থিত হন। তাঁর মধ্যে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ খাজা মোহাম্মদ নিজামউদ্দিন ছালেকী (মাঃ), খানকায়ে উজিরিয়া হাশেমিয়ার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আবুল হাশেম মাইজভান্ডারী (মাঃ), ছুফী মৌলানা রফিক আহমদ (মাঃ), ছুফী মোহাম্মদ আবু তাহের সহ প্রমুখ উপস্থিত ছিলেন

আগত অতিথিরবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা নেয়া হচ্ছে
দুলহায়ে হযরত গাউছুল আজমছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) খলিফাগণের মধ্যে স্বীয় গুণে অনন্য  মহান ছুফী সাধক অন্যান্য আউলিয়া গণের ন্যায় তাঁর খোশরোজ শরীফ তথা জন্মদিন  পালন করা হতে বিরত রইলেন। তিনি তাঁর খেলাফত দিবসের তারিখকে খোশরোজ শরীফ হিসেবে বেছে নেন। যেদিন তাঁকে তাঁর মুর্শিদ কেবলা পূর্ণাঙ্গ মানুষ রূপে স্বীকৃতি দান করেছেন তার চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে। এবং উক্ত দিবসটি তিনি নিজে ওরছে হায়াতী নামকরণ করে পালন করেছিলেন ৫৪ বছর পূর্বে। জন্মগ্রহণে জন্মলাভকারীর কোন কৃতিত্ব নেই  খেলাফত প্রাপ্তিতে সাধকের রয়েছে সাধনার স্বীকৃতি। তাই  নামকরণ যেন পূর্নাঙ্গ স্বার্থকতা পেয়েছে
ওরছে হায়াতীতে আগত ভক্তদের একাংশ

দরবার শরীফে মিলাদ মাহফিল এশার নামাযের পর ছেমআ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ এর পরিবেষনায় হাজারো ভক্তবৃন্দ বিমোহিত চিত্তে শ্রবণ জিকির এর মাধ্যমে ইবাদতে মশগুল হয়ে যায়। মাহফিল শেষে আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে দেশ জাতির উদ্দেশ্যে দোয়া কামনা করা হয়

সম্পাদনায় : সালাহউদ্দীন ত্বীন
ছবি : বোরহান উদ্দিন, তানভীর ইসলাম



সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

টাঙ্গাইলে মহান নবী দিবস উদযাপিত


রাহে ভান্ডার তরীকার বর্তমান সাজ্জাদানশীন রাহনুমা-এ দ্বীন ওয়া মিল্লাত হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) কর্তৃক  ২০১৩ সাল হতে সূচীত নবী দিবসের সাথে একাত্বতা প্রকাশ করে টাঙ্গাইল জেলার খন্দকিয়া ইদ্রিসিয়া দরবারে গত ২৯ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত মহান নবী দিবস (সঃ)।




পূর্ব ঘোষণা মোতাবেক যখন নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরী জুড়ে ব্যাপক উৎসাহ ও গণ অংশগ্রহনের মধ্যদিয়ে তৃতীয় বারের মত নবী দিবস পালিত হচ্ছিল তখন টাঙ্গইলের উক্ত দরবারে রাহ ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) টাঙ্গাইল শাখার সভাপতি মৌলানা হাদীউল ইসলামের তত্ত্বাবধানে সংক্ষিপ্ত পরিসরে প্রথমবারের মত পালিত হয় নবী দিবস। 




এতে সম্মানিত অতিথি ও আলোচক হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে পীরে তরিকত হযরত খন্দকার আমীর আলী চিশতী (মাঃ) এবং পীরে তরিকত হযরত সুজায়েত হোসেন আল কাদেরী (মাঃ)। উক্ত অনুষ্ঠানে মিলাদ- কিয়াম পরিচালনা করেন মৌলানা হাদীউল ইসলাম।





দিবসের অনুষ্ঠান সূচীর শেষ ভাগে আয়োজন ছিল  ‍ছুফিয়ানা কালাম পরিবেশনা। এতে ভাববাদী বাউল গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল প্রয়াত রশিদ সরকার (রঃ)'র  মুরিদ সরকার আবু তালেব নিজাম চিশতী ও সরকার খুরশেদ আলম চিশতী সহ অন্যরা।




এতদ্বাঞ্চলে এটি প্রথম বারের মত হলেও বিভিন্ন তরিকার অনুসারীগণের অংশগ্রণ এ আয়োজনকে দিয়েছে ব্যাপকতা।


>>> তথ্য ও ছবি: হাদিউল সুমন, সম্পাদনায়: নাইডু

...

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

রাতআপ সীতাকুন্ড শাখার জরুরী সভা অনুষ্ঠিত

Youth Association of Rahe Bhander Affectionate: রাতআপ সীতাকুন্ড শাখার জরুরী সভা অনুষ্ঠিত: রাহে ভা ন্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুন্ড শাখার উদ্যেগে গত ৫ মাঘ ১৪২১ বাংলা, ১৮ জানুয়ারী ২০১৫ ইং রবিবার বাদে মাগরিব মাদামবিবির হা...

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

Youth Association of Rahe Bhander Affectionate: রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) বন্দর শাখার ...

Youth Association of Rahe Bhander Affectionate: রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) বন্দর শাখার ...: গত ৬ই জানুয়ারী ২০১৫ ইং বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)  বন্দর শাখার  অস্থায়ী কার্যালয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ...

রাহে ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে গত ৫ জানুয়ারী ২০১৫, ১৩ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরী  সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়।

   রাহে ভান্ডার আশেকান পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, নাতে রাছুল পরিবেশন, আলোচনা সভা ও তাবাররুক বিতরণ।
রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারীর নেতৃত্বে পরিষদের সকল সদস্যরা ‍বাদে জোহর থেকে কোরআন খতমে অংশগ্রহণ করে।

প্রধান  অতিথি বক্তব্য রাখছেন
     বাদে মাগরিব রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সদস্যরা নাতে রাছুল পরিবশেন করেন। ছুফি শিল্পী পরিষদের  মনোমুগ্ধকর পরিবশেনায় উপস্থিত আশেক ভক্তগণ বিমোহিত হন।

     বাদে এশা দিনব্যাপী অনুষ্ঠানের মূলপর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের দীক্ষাগুরু, নবী দিবসের উদ্যেক্তা, মহাত্মা সম্মেলনের আয়োজক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাহে ভান্ডার ত্বরীকার অনুসারীদরেকে সরকারে কায়েনাত, আহমদে মোজতবা মোহাম্মদ মোস্তফা (দঃ) এর আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করার মাধ্যমে সে আদর্শকে বিশ্বময়ী ছড়িয়ে দিতে নির্দেশ দেন।
ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভায় আগত ভক্ত মুরিদানের একাংশ
     তিনি বলেন, কেউ যদি মনে করে হযরত মোহাম্মদ (দঃ) চল্লিশ বছর বয়সে নবুয়ত অর্জন করেছেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ তিনি তখনকার নবী, যখন আদম ও হাওয়া সৃষ্টি হয়নি। তিনি বলেন, মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু হযরত মোহাম্মদ (দঃ) এর রূপে বিমোহিত হয়ে মানবজাতি সৃষ্টি করতে ইচ্ছে প্রকাশ করেন।তাই যারা সরকারে কায়েনাতের শানে বেয়াদবী করছে, তাদেরকে রাছুলে কারীমের আদর্শকে মনে প্রাণে ধারণ করে মোহাম্মদী ইসলামের পথে চলার পরামর্শ দেন।

     আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত, আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম মিডু, রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি  মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারী ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু।
    
     আলোচনা সভা শেষে মাইজভান্ডারী ত্বরীকা মোতাবেক ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছামা মাহফিল শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সম্পাদনায়

তথ্য বিভাগ
রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)

ছবি

ছৈয়দ মশিউর রহমান রাহাত