বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

রাহে ভান্ডারে পবিত্র ওরছে হায়াতী মহাসমারোহে উদযাপিত

ওরছে হায়াতীতে তকরির পেশ করছেন ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদ জমান হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ)’ ৫৪ তম খেলাফত দিবস স্মরণে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে মহান ওরছে হায়াতী গত ২৩ অক্টোবর, কার্তিক শুক্রবার দরবার শরীফ প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয় উক্ত ওরছ শরীফে দূর দূরান্ত- হতে হাজারো ভক্ত মুরিদগণের সমাগম ঘটে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে আয়োজিত প্রধান বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে এটি অন্যতম উল্লেখ্য হযরত ছুফী মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) কে তাঁর স্বীয় মুর্শিদ কেবলা দুলহায়ে হযরত গাউছুল আজম, ছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) উক্ত দিবসে খেলাফত প্রদান করেন

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। তৎমধ্যে কোরআন তিলওয়াত, কোরবানী, গিলাফ পরিধান, মিলাদ মাহফিল, তবাররুক বিতরণ ছেমআ মাহফিল উল্লেখযোগ্য। রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু, নবী দিবস মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা হযরত ছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ) মিলাদ মাহফিলে ভক্ত মুরিদগণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। অত্র দরবার ছাড়াও বিভিন্ন দরবার হতে পীর মাশায়েখ ওলামাবৃন্দ উপস্থিত হন। তাঁর মধ্যে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ খাজা মোহাম্মদ নিজামউদ্দিন ছালেকী (মাঃ), খানকায়ে উজিরিয়া হাশেমিয়ার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আবুল হাশেম মাইজভান্ডারী (মাঃ), ছুফী মৌলানা রফিক আহমদ (মাঃ), ছুফী মোহাম্মদ আবু তাহের সহ প্রমুখ উপস্থিত ছিলেন

আগত অতিথিরবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা নেয়া হচ্ছে
দুলহায়ে হযরত গাউছুল আজমছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) খলিফাগণের মধ্যে স্বীয় গুণে অনন্য  মহান ছুফী সাধক অন্যান্য আউলিয়া গণের ন্যায় তাঁর খোশরোজ শরীফ তথা জন্মদিন  পালন করা হতে বিরত রইলেন। তিনি তাঁর খেলাফত দিবসের তারিখকে খোশরোজ শরীফ হিসেবে বেছে নেন। যেদিন তাঁকে তাঁর মুর্শিদ কেবলা পূর্ণাঙ্গ মানুষ রূপে স্বীকৃতি দান করেছেন তার চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে। এবং উক্ত দিবসটি তিনি নিজে ওরছে হায়াতী নামকরণ করে পালন করেছিলেন ৫৪ বছর পূর্বে। জন্মগ্রহণে জন্মলাভকারীর কোন কৃতিত্ব নেই  খেলাফত প্রাপ্তিতে সাধকের রয়েছে সাধনার স্বীকৃতি। তাই  নামকরণ যেন পূর্নাঙ্গ স্বার্থকতা পেয়েছে
ওরছে হায়াতীতে আগত ভক্তদের একাংশ

দরবার শরীফে মিলাদ মাহফিল এশার নামাযের পর ছেমআ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ এর পরিবেষনায় হাজারো ভক্তবৃন্দ বিমোহিত চিত্তে শ্রবণ জিকির এর মাধ্যমে ইবাদতে মশগুল হয়ে যায়। মাহফিল শেষে আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে দেশ জাতির উদ্দেশ্যে দোয়া কামনা করা হয়

সম্পাদনায় : সালাহউদ্দীন ত্বীন
ছবি : বোরহান উদ্দিন, তানভীর ইসলাম



1 টি মন্তব্য: