গতকাল ১৭ কার্তিক ১৪২০ বাংলা, ১ লা নভেম্বর ২০১৩ ইং শুক্রবার বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাতআপ হাটহাজারি শাখার অস্থায়ী কার্যালয়ে রাতআপ হাটহাজারি শাখার সদসদের সাথে এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি শাহাজাদা সাইফুল আলম নাইডু (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার আশেকান পরিষদ এর সম্মানিত সভাপতি শাহাজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ)।
উক্ত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, সাংগনিক সম্পাদক শাহাজাদা ছৈয়দ মশফিকর রহমান ফয়সল, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন সুজন, হাটহাজারি শাখার সভাপতি ফরিদুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক মোঃ হান্নান, সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ রাসেল সহ প্রমুখ।
উক্ত সভায় শাখার বিভিন্ন কার্যক্রমের- ও চলমান সমস্যা সমূহের উপর আলোকপাত করে আলোচনা করা হয়। আলোচনায় হাটহাজারী শাখার পক্ষে শাখা সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও কতিপয় সদস্য বিভিন্ন বিষয়ে বিশদ বক্তব্য রাখেন।
পরিশেষে রাতআপ কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি মহোদয় সকল আলোচনার প্রেক্ষিতে উক্ত শাখায় বিদ্যমান সমস্যার সমাধানে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে হাটহাজারি শাখার সদস্যরা সভার প্রধান মেহমান সহ রাতআপ কেন্দ্রীয় কমিটির অন্যান্য অতিথিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সূত্র: রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় তথ্য ডেস্ক, তথ্য সম্পাদনায়: ইকবাল।
...