তরীকায়ে মাইজভান্ডারীর প্রবর্তক- গাউছুল আজম মৌলানা ছুফি ছৈয়দ আহমদ উল্লাহ শাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর অন্যতম বিশিষ্ট
খলীফা শাহ্ ছুফি হযরত মাওলানা ছৈয়দ আব্দুল কুদ্দুস (কঃ) কর্তৃক প্রতিষ্ঠিত দরবার-এ-গাওসে হাওলায় শাহ্ ছুফি হযরত মৌলানা ছৈয়দ শিবলী আকবরী (কঃ)’র পবিত্র মহান ওরছ শরীফ অনুষ্ঠিত হয়। দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত নঈমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ) এর সার্বিক ব্যাবস্থাপনায় গত ২৬শে অগ্রহায়ণ ১৪২১ বাংলা; ১০ই ডিসেম্বর ২০১৪ ইংরেজি; ১৮ই সফর ১৪৩৬ হিজরি, বুধবার হযরত মাওলানা ছৈয়দ শিবলী আকবরী (কঃ)’র পবিত্র মহান ওরছ শরীফ অনুষ্ঠিত হয় ।
উক্ত ওরছ শরীফে যোগ দিয়ে আউলিয়াগণের
রূহানী ফয়ুজাত লাভ করার জন্যে সারা দেশ থেকে বিভিন্ন
দরবারের ভক্ত-অনুসারী সহ দরবার-এ-গাওসে হাওলার হাজারো ভক্ত-মুরিদ ও আশেকবৃন্দ এবং
সাধারণ মানুষ দলে দলে দরবার প্রাঙ্গণে ভীড় জমায়। ওরছ দরবারের পক্ষ হতে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয় ।
ওরছ শরীফে যোগদানের নিমিত্তে বিভিন্ন
দরবারের সাজ্জাদানশীন ও পীর-মাশায়েখগণ আগমন করেন। অতিথি ও সকল ভক্ত- আশেক বাদে এশা
তবাররুক গ্রহণ করে মাহফিলে অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি সহ সকল অতিথিকে ফুলের
মালা দিয়ে বরণ করেনেন ওরছের আয়োজক- শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত
নইমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ)
মাহফিলে অন্যান্যদের মধ্যে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার
কধুরখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত মৌলানা ছুফি ছৈয়দ জাফর ছাদেক
শাহ্ (মাঃজিঃআঃ), হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন, দরবারে উজিরিয়া- হাশেমিয়ার সাজ্জাদানশীন ছুফি হযরত আলহাজ্ব আবুল
হাশেম মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) সহ আরও বেশ কয়েকজন উক্ত মাহফিলে বিশেষ অতিথির আসন
অলংকৃত করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে গাউছুল আজম মাইজভাণ্ডারী ও তদীয় খলীফা শাহ্
ছুফি হযরত মৌলানা আব্দুল কুদ্দুস (কঃ) সহ সকল খলীফার জীবনের আদর্শ, ভাতৃত্ববোধ, ত্যাগ-তিতিক্ষা, স্রষ্টা-সৃষ্টির প্রতি প্রেম,
কঠোর রেয়াজত-সাধনা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন। অন্যায়-অত্যাচার ও শোষণ-অনাচারমুক্ত
সুষম অংশগ্রহণপূর্বক সমানাধিকার ভিত্তিক মানবসমাজ গড়তে ছুফিবাদের বিকল্প নেই বলে
অভিমত ব্যাক্ত করেন ।
এরপর জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সর্বস্তরের
মানুষের অংশ গ্রহণে বিভিন্ন কাওয়ালের পরিবেশনায় জিকির ও ছেমআ মাহফিল অনুষ্ঠিত হয় । সবশেষে দরবার-এ-গাওসে
হাওলার শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত নইমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ) উপস্থিত
সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন ।
সম্পাদনায়ঃ মুহাম্মদ জিফাদ বিন লিয়াকত
তথ্যঃ ছৈয়দ রাহাত
ছবিঃ ছৈয়দ রাহাত, জেবল হোসেইন
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন