গত ২রা নভেম্বর ২০১৪ইঃ রবিবার হযরত খাজা কালু শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মোবারক চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অর্ন্তগত ফকিরহাটস্থ মাজার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ওরছ উপলক্ষে রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুণ্ড শাখা একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন রাতআপ সীতাকুণ্ড শাখার সম্মানিত সভাপতি আ. স.ম. মোসলেহ উদ্দিন সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, মারফতি গানের বিখ্যাত শিল্পী কাওয়াল মৌলানা আবুল কাশেম, সীতাকুণ্ড শাখার সহ সভাপতি আলী আকবর বাবুল, মৌলানা আব্দুল হান্নান রাহে ভাণ্ডারী, সহ সাধারণ সম্পাদক মীর জাহেদ, দেলোয়ার হোসেন তসলিম, মোঃ সবুজ, সোলায়মান টিপু, মৌলানা আব্দুস সাত্তার রাহে ভাণ্ডারী, বাহাদুর শাহ্ সহ অসংখ্য মাইজভাণ্ডারী ও রাহে ভাণ্ডারীর অনুসারীগণ।
শোভাযাত্রাটি মাজার শরীফের প্রধান ফটক থেকে শুরু হয়ে রওজা শরীফের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে রাহে ভাণ্ডার কধুরখীলদরবার শরীফের পক্ষ হতে হযরত খাজা কালু শাহ্ (রঃ)’র রওজা মোবারকে মৌলানা আব্দুল হান্নান রাহে ভাণ্ডারী ও মৌলানা আব্দুস সাত্তার রাহে ভাণ্ডারী শ্রদ্ধাঞ্জলী পেশ করেন।
সব শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল হান্নান রাহে ভাণ্ডারী।
প্রসঙ্গত, প্রতি বছর ৮ মহররম হযরত খাজা কালু শাহ্ (রঃ)’র ওরছ মোবারক উদযাপন করা হয়। ওরছের কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, তাবাররুক বিতরণ ও আখেরী মোনাজাত।
সম্পাদনায়: মোঃ ইকবাল হোসেন, ছবিঃ মীর জাহেদ ও নওশাদ
সূত্রঃ তথ্য বিভাগ, রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ সীতাকুন্ড শাখা
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন