রাহে ভান্ডার আশেকান পরিষদের (রাআপ) আয়োজনে কেন্দ্রীয় কার্যালয় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে একটি বিশেষ সভার আয়োজন করা হয় গত ২২ কার্তিক ১৪২১ বাংলা, ১২ মহররম ১৪৩৬ হিজরী, ৬ নভেম্বর ২০১৪ ইংরেজী, বৃহস্পতিবার।
উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সংগঠনসমূহের সার্বিক তত্ত্বাবধায়ক ও ছুফীতত্ত্বে তথ্য প্রযুক্তির পৃষ্ঠপোষক হযরত মৌলানা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃজিঃআঃ)। এতে সভাপতিত্ব করেন রাআপ এর সভাপতি ডাঃ শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইন। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা ছুফী মোহাম্মদ রফিকুল ইসলাম রফু (মাঃ), ছুফী মোহাম্মদ কামাল উদ্দীন, ছুফী মোহাম্মদ ইউসুফ, ছুফী আমিনুল ইসলাম ফকির। এ সভায় দরবারের সকল অঙ্গসংগঠন সমূহের কর্মকর্তাবৃন্দ যোগদান করেন। সভা সঞ্চালনা করেন রাআপ সাধারণ সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত।
উক্ত সভায় রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ)’র সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)’র সভাপতি শাহাজাদা সাইফুল আলম নাইডু এবং রাতআপ এর সকল শাখা সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ সভার আলোচ্য বিষয় ‘সংগঠন সমূহের নবায়ন’ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাহে ভান্ডারে মানবের মূল্যায়ন হয়, মানবতার মূল্যায়ন হয়। তাই বরাবরের ন্যায় তিনি সংগঠন সমূহকে মানব কল্যাণের আদর্শে নিয়োজিত থেকে কাজ করে যাওয়ার দিকনির্দেশনা দেন। তিনি সংগঠন সমূহের প্রতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ছুফীতত্ত্বকে প্রচার ও প্রসারে গুরুত্বারোপ করেন।
পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে মানব কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদনায়- মোঃ নাজিম উদ্দীন রুবেল
তথ্যসূত্র ও ছবি- মুহাম্মদ জিফাদ বিন লিয়াকত
....
....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন