রবিবার, ২ নভেম্বর, ২০১৪

ওরছে হায়াতী উপলক্ষে রাতআপ সীতাকুণ্ড শাখায় বিশেষ সভা


আজাদে মোজাদ্দেদ-এ জমান হযরত ছূফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) রাহে ভান্ডারী’র পবিত্র খোশরোজ শরীফ ওরশে হায়াতী২০১৪ ইং উদযাপন  উপলক্ষে  রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুণ্ড শাখা গত ১৫ অক্টোবর ২০১৪ইঃ বুধবার বাদে মাগরিব শাখার অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করে।




রাতআপ সীতাকুণ্ড শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর বাবুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের মহান সজ্জাদানশীন এবং 'নবী দিবস'র উদ্যোক্তা ও রাতআপ এর সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছূফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ আল- রাহে ভান্ডারী (মাঃজিঃআঃ)

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় কমিটি সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী  মোহাম্মদ ইকবাল হোসেন

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ সীতাকুণ্ড শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন তসলিম সীতাকুণ্ড শাখার সহ সভাপতি মৌলানা আব্দুল হান্নান রাহে ভাণ্ডারী, মোহাম্মদ ইয়াছিন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল,  সহ সম্পাদক মীর জাহেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, নজরুল ইসলাম সবুজ, মোহাম্মদ সোলায়মান টিপু, মোহাম্মদ নওশাদ, রনি, সায়েম, তারেক আজিজ, আবু তৈয়ব, যাবের, রাহাত সহ  প্রমুখ




সভায় বক্তারা পূর্ব নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় আসন্ন ৮ কার্তিক ২৩ অক্টোবরের উদযাপিত ওরেশ হায়াতী । বক্তারা ওরেশ হায়াতী’ কে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন । দরবারের প্রচার প্রসারনা বিষয়টির উপর তারা বিশেষভাবে জোর প্রদান করেন।
    
প্রধান মেহমান হযরত ছূফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) তাঁর বক্তব্যে উম্মতে মোহাম্মদী (দঃ) এর খেদমতে রাহে ভাণ্ডার তরিকার আশেক ভক্ত মুরিদানদের নিয়োজিত থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি তথ্য প্রযুক্তিতে অবদান রাখার মাধ্যমে রাহে ভাণ্ডার তরিকাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহবান জানান। ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক সাইটে প্রচার প্রসারনার জন্য এর সাথে যুক্ত সকলের প্রতি তিনি তাঁর সন্তুষ্টির কথা ব্যক্ত করেন। তবে এ ক্ষেত্রে তিনি সকলকে আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।  

সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


সভার শেষে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।     


সম্পাদনায়: মোঃ ইকবাল হোসেন, ছবিঃ মীর জাহেদ, নওশাদ, তারেক আজিজ

সূত্রঃ
১. রাতআপ বার্তা বিভাগ,
২. Chittagong Daily


...                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন