বুধবার, ৭ মে, ২০১৪

১৭তম নক্সার সন্ধানের লেখক ও বিষয় নির্বাচন


  রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উদ্যোগে গত ২১ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ৪ এপ্রিল ২০১৪ ইংরেজী শুক্রবার রাওপের নগর কার্যালয় মোহরাস্থ মালেক মঞ্জিলে রাহে ভান্ডারের  ‍মুখপত্র নক্সার সন্ধানে ১৭তম সংখ্যার লেখক ও বিষয় নির্বাচন শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭তম নক্সার সন্ধানের জন্য লেখক ও বিষয় নির্বাচন করছেন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ(মা:জি:আ:)।

  রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৈালানা মোহাম্মদ আবুল কাশেম রাহে ভান্ডারীর সভাপতিত্বে উক্ত সভার প্রধান অতিথি ছিলেন রাহে ভান্ডারের মুখপত্র “নক্সার সন্ধানে” এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হযরত মৌলানা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ(মা:জি:আ:) এবং বিশেষ অতিথি ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সম্মনিত সহ-সভাপতি আলহাজ্ব শাহজাদা সুলতানুল আলম খোকন ও সম্মানিত সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত। এবং সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাওপের সাধারন সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী।

  সভার প্রধান অতিথি নক্সার সন্ধানে ১৭তম সংখ্যার জন্য লেখক ও তাদের জন্য ব্যাক্তি বিশেষে বিষয় নির্ধারন করে দেন।

  উক্ত সভায় রাহে ভান্ডার ওলামা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মো: আব্দুস সাত্তার, মৌলানা মো: ছরোয়ার উদ্দিন, হাফেজ মৌলানা মো: বোরহান উদ্দিন, মৌলানা মো: মাহমুদুল হক, শায়ের মৌলানা মো: শাহেদ, ও রাতআপ রাঙ্গুনীয়া শাখার সহ-সভাপতি মো: সাদ্দাম হোসেন।
তথ্য-মৌলানা তানভীরুল ইসলাম, সম্পাদনায়-মাহমুদুল হাসান তুষার, ছবি-সাকিব মন্টু