সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

টাঙ্গাইলে মহান নবী দিবস উদযাপিত


রাহে ভান্ডার তরীকার বর্তমান সাজ্জাদানশীন রাহনুমা-এ দ্বীন ওয়া মিল্লাত হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) কর্তৃক  ২০১৩ সাল হতে সূচীত নবী দিবসের সাথে একাত্বতা প্রকাশ করে টাঙ্গাইল জেলার খন্দকিয়া ইদ্রিসিয়া দরবারে গত ২৯ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত মহান নবী দিবস (সঃ)।




পূর্ব ঘোষণা মোতাবেক যখন নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরী জুড়ে ব্যাপক উৎসাহ ও গণ অংশগ্রহনের মধ্যদিয়ে তৃতীয় বারের মত নবী দিবস পালিত হচ্ছিল তখন টাঙ্গইলের উক্ত দরবারে রাহ ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) টাঙ্গাইল শাখার সভাপতি মৌলানা হাদীউল ইসলামের তত্ত্বাবধানে সংক্ষিপ্ত পরিসরে প্রথমবারের মত পালিত হয় নবী দিবস। 




এতে সম্মানিত অতিথি ও আলোচক হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে পীরে তরিকত হযরত খন্দকার আমীর আলী চিশতী (মাঃ) এবং পীরে তরিকত হযরত সুজায়েত হোসেন আল কাদেরী (মাঃ)। উক্ত অনুষ্ঠানে মিলাদ- কিয়াম পরিচালনা করেন মৌলানা হাদীউল ইসলাম।





দিবসের অনুষ্ঠান সূচীর শেষ ভাগে আয়োজন ছিল  ‍ছুফিয়ানা কালাম পরিবেশনা। এতে ভাববাদী বাউল গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল প্রয়াত রশিদ সরকার (রঃ)'র  মুরিদ সরকার আবু তালেব নিজাম চিশতী ও সরকার খুরশেদ আলম চিশতী সহ অন্যরা।




এতদ্বাঞ্চলে এটি প্রথম বারের মত হলেও বিভিন্ন তরিকার অনুসারীগণের অংশগ্রণ এ আয়োজনকে দিয়েছে ব্যাপকতা।


>>> তথ্য ও ছবি: হাদিউল সুমন, সম্পাদনায়: নাইডু

...