মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

রাহে ভান্ডার দরবারে ওরশ সম্পন্ন

8 কার্তিক, 23 শে অক্টোবর বোয়ালখালীস্থ রাহে ভান্ডার কদুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদে জামান- হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ্ (ক:) এর ওরছ এ হায়াতী তথা খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়।

রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দূর দূরান্ত হতে আগত সকল ভক্ত ও মুরিদগণের উদ্দেশ্যে তরিকতের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দরবারের সাজ্জদানশীন- রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাদাতা পীরে কামেল হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:জি:আ:)

তবরুক বিতরণের পর এক জনাকীর্ণ মজলিসে দরবারের সাজ্জাদানশীন বক্তব্যে দাককালে বিশ্বব্যাপী দীনে মোহাম্মদী (সা:) এর অনুসারীগনকে নিয়ে যে সড়যন্ত্র চলছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে অছিয়ত ও নছিহত পর্বে তিনি এ আহ্বান জানান।

অত:পর ছেম্আ মাহফিল ও আখেরী মুনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে ওরছের কার্যক্রম সমাপ্ত হয়।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

রাহে ভাণ্ডার দরবারে খোশরোজ শরীফ



হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ (ক.) এর খোশরোজ শরীফ আগামী ২৩ অক্টোবর বোয়ালখালীর রাহে ভাণ্ডার কধুর খিল দরবারে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় খতমে কোরান, ১০টায় মাজারে গিলাফ চড়ানো, বাদ আসর অসিয়ত-নসিহতসহ জিকির, সেমা মাহফিল, মোনাজাত ও তবারক বিতরণ। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ জাফর সাদেক শাহ (ম.জি.আ)

উপরের সংবাদটি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর অনলাইন: ‘দেশগ্রাম’ ও প্রিন্টেড কপির ৫ম পৃষ্ঠায় আজ অক্টোবর ১৮, ২০১২ তাং প্রকাশিত হয়েছে।

লিংকটি নিম্নে দেয়া হল:-
http://www.suprobhat.com/details.php?reqDate=2012-10-18 00:00:00&catId=1&subCatId=16&conId=26658