বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
রাহে ভাণ্ডার দরবারে খোশরোজ শরীফ
হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ (ক.) এর খোশরোজ শরীফ আগামী ২৩ অক্টোবর বোয়ালখালীর রাহে ভাণ্ডার কধুর খিল দরবারে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় খতমে কোরান, ১০টায় মাজারে গিলাফ চড়ানো, বাদ আসর অসিয়ত-নসিহতসহ জিকির, সেমা মাহফিল, মোনাজাত ও তবারক বিতরণ। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ জাফর সাদেক শাহ (ম.জি.আ)
উপরের সংবাদটি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর অনলাইন: ‘দেশগ্রাম’ ও প্রিন্টেড কপির ৫ম পৃষ্ঠায় আজ অক্টোবর ১৮, ২০১২ তাং প্রকাশিত হয়েছে।
লিংকটি নিম্নে দেয়া হল:-
http://www.suprobhat.com/details.php?reqDate=2012-10-18 00:00:00&catId=1&subCatId=16&conId=26658
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন