আগামী
জুন 5, 2013 বুধবার রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্চে বার্ষিক ওরছ মোবারক।
অত্র
দরবারের প্রতিষ্ঠাতা- রাহে ভান্ডার তরীকার অন্যতম প্রাণপুরুষ- আজাদে মোজাদ্দেদে জমান- হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ)এর 34 তম ওফাত বার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এ বারও যথাযোগ্য
ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পবিত্রানুষ্ঠান।
দিনব্যাপী
অনুষ্ঠিত্য উক্তানুষ্ঠানে অংশ গ্রহনের জন্য জাতি- ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান দরবারের বর্তমান সাজ্জাদানশীন- রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন