"ওরছে হায়াতী" উপলক্ষ্যে বন্দর থানা এলাকায় রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন
করা হয় ১১ অক্টোবর 2013ইং
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার সহ-সভাপতি
ডাক্তার মোঃ রবিন।
সভায় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ কেন্দ্রীয় সভাপতি জনাব
মোঃ সাইফুল আলম নাইডু, বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদ এর সভাপতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম।
এতে আরও উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরুণ আশেকান
পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি এম এ হোছাইন খোকন, বন্দর শাখার সাধারণ সম্পাদক
মোঃ রশিদুল হাসান সাহেদ ও বন্দর শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত সভায় আগামী 8ই কার্তিক মোতাবেক অক্টোবর 23, বুধবার রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে অনুষ্ঠিতব্য "ওরছে হায়াতী" এ এলাকার পক্ষ হতে অংশ গ্রহন উপলক্ষ্যে বন্দর শাখার সম্ভাব্য আয়োজন ও উদ্যোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধাণ অতিথি তার আলোচনায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সকল আশেকগণকে উক্ত “ওরছে হায়াতী” এ উপস্থিত হয়ে ফয়েজ-বরকত হাসেল করার আহ্বান জানান।
তথ্য পরিবেশক: তানভীর ইসলাম, রাহে ভান্ডার তথ্য দপ্তর, চট্ট্রগ্রাম বন্দর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন