গত ২৩ এপ্রিল ২০১৪ ইং ১০ বৈশাখ ১৪২১বাংলা বুধবার রাহে ভান্ডার তরুণ
অাশেকান পরিষদ মহানগর শাখা কর্তৃক নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে মাসিক
ফাতেহার আয়োজন করা হয়। গাউছুল আজম মাইজভান্ডারী (ক:)’র ওফাত
দিবস স্মরণে প্রতি বাংলা মাসের ১০ তারিখের ন্যায় এ মাসেও মুসলিম
ইনস্টিটিউটে (স্টুডিও থিয়েটার) এ ফাতেহা অনুষ্ঠিত হয়।
ফাতেহায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু মহাত্মা সম্মেলনের আয়োজক, নবী দিবস ও রাহে ভান্ডার এ্যানোবল এওয়ার্ডের প্রবর্তক হযরত আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা:জি:অা:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুফী তত্ত্ব গবেষনা ও মানবকল্যান কেন্দ্রের সাধারন সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মৌলানা মুহাম্মদ ইকবাল ইউছুফ (মা:জি:আ:)।
মাহফিলে প্রধান অতিথি গাউছুল আজম মাইজভান্ডারী (ক:)’র জীবন ও দীক্ষা বিষয়ে এবং তরীকায়ে রাহে ভান্ডারীর অনুসারীদের শিক্ষামূলক তকরির পেশ করেন। তিনি আসন্ন ২২ জৈষ্ঠ্য রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদ এ জমান হযরত মৌলানা ছৈয়দ মোহা্ম্মদ আব্দুল মালেক শাহ্ (ক:)’র পবিত্র ওরছ শরীফ উপলক্ষে বিভিন্ন প্রকাশনা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
উক্ত ফাতেহায় দরুদ কিয়াম এবং রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ ও বিশিষ্ট ছুফী শিল্পীর পরিবেশনায় ছেম্আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে আখেরী মোনজাত পরিচালনা করেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী। সবশেষে আগতদের নিকট তবারুক বিতরন করা হয়।
ফাতেহায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু মহাত্মা সম্মেলনের আয়োজক, নবী দিবস ও রাহে ভান্ডার এ্যানোবল এওয়ার্ডের প্রবর্তক হযরত আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা:জি:অা:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুফী তত্ত্ব গবেষনা ও মানবকল্যান কেন্দ্রের সাধারন সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মৌলানা মুহাম্মদ ইকবাল ইউছুফ (মা:জি:আ:)।
মাহফিলে প্রধান অতিথি গাউছুল আজম মাইজভান্ডারী (ক:)’র জীবন ও দীক্ষা বিষয়ে এবং তরীকায়ে রাহে ভান্ডারীর অনুসারীদের শিক্ষামূলক তকরির পেশ করেন। তিনি আসন্ন ২২ জৈষ্ঠ্য রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদ এ জমান হযরত মৌলানা ছৈয়দ মোহা্ম্মদ আব্দুল মালেক শাহ্ (ক:)’র পবিত্র ওরছ শরীফ উপলক্ষে বিভিন্ন প্রকাশনা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
উক্ত ফাতেহায় দরুদ কিয়াম এবং রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ ও বিশিষ্ট ছুফী শিল্পীর পরিবেশনায় ছেম্আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে আখেরী মোনজাত পরিচালনা করেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী। সবশেষে আগতদের নিকট তবারুক বিতরন করা হয়।
সুত্র ও ছবি : গোলাম রহমান বাবু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন