সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফে বক্তারা:- আল্লাহ প্রেমের পূর্ব শর্ত হচ্ছে রাসূল প্রেম


          রাহে ভাণ্ডার দরবার শরীফের উদ্যোগে দিনব্যাপী ৯ম মহাত্মা সম্মেলন ২১ মার্চ চট্টগ্রাম মুসলিম হলে দরবার শরীফের সভাপতি শাহ সূফি মাওলানা সৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.) এর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির মহাসচিব মো. বশির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিকালের প্রথম পর্বের রক্ত দান কর্মসূচির উদ্বোধন করেন বি,এম, এ চট্টগ্রামের সভাপতি ও রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ শফিউল আজম।

            মহাত্মা সম্মেলন ও ছেমা মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ. সালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ। আইনজীবী জসিম উদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী, ইটিভি চট্টগ্রাম ব্যুরো চিফ সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, জুলদা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদরুস মেহের, কদুরখীল ইউ.পি চেয়ারম্যান মো. ইদ্রিস আলোকিত বোয়ালখালীর সম্পাদক তাজুল ইসলাম রাজু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শাহ্ সুফি সৈয়দ ওসমান কাদের মিয়া, শাহ্ সূফি সৈয়দ নজরুল হুদা (মাইজভাণ্ডারী), রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ব্লাড ইনচার্জ ডা. আবদুল জলিল, লিও বাবুল হোসেন বাবলা প্রমুখ।
                  প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন আল্লাহ প্রেমের পূর্বশর্ত হচ্ছে রাসূল প্রেম। সুন্নিয়তের প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেন। পরিশেষে ৭ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন