বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

সানে গাউসুল আজম মাইজভারী ফোরাম

Email From: Shahed Hasan, Rahe Bhander Information Desk
 Wednesday, September 12, 2012 10:05 PM
This was published at (Daily Purbokon): ‰`wbK c~e©‡KvY  বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১২

নগরীতেবিভিন্ন সংগঠনের পুনর্মিলনী

পূর্বকোণ ডেস্ক :
নগরীতে বিভিন্ন সংগঠন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

শান্-- গাউসুল আজম : গাউসুল আজম মাইজভারী দরবারে পাকে সানে গাউসুল আজম মাইজভারী ফোরাম-এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী মাইজভারী সামা মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। শান্--গাউসুলআজম মাইজভারী ফোরাম-এর চেয়ারম্যান শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক (.) এর সভাপতিত্বে মাহফিলে খোলাফায়ে গাউসুল আজম মাইজভারীর বিভিন্ন দরবারের আওলাদ ভক্তবৃন্দ যোগদান করেন।

ফোরামের জয়েন্ট সেক্রেটারী শরীফ নিজামীর উপস্থাপনায় স্বাগত ভাষণ দেন শাহজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী। বক্তব্য রাখেন মাওলানা বাকী বিল্লাহ আল আজাহারী, ফোরামের কার্যকরী পরিষদের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ ফরিদুল আবছার আমিরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন