রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ অনুষ্ঠিত

রাহেভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০১৩-২০১৪ ইং এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ গত ২৪ ডিসেম্বর ২০১৪ ইং বুধবার নগরীর ঐতিহ্যবাহী মুসলিম থিয়েটার হলে অনুষ্ঠিত হয়।

কেরাত, নাত ও গজল পেশ করছেন রাওপ এর সদস্যরা

রাতআপ সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু'র সভাপতিত্বে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী দিবসের উদ্যেক্তা ও রাতআপ সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

স্বাগত বক্তব্য রাখছেন দ্বি-বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি

দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর প্রারম্ভে রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সদস্যরা কোরআন তেলওয়াত, নাতে রাসুল (দঃ), শানে গাউছুল মাইজভান্ডারী ও শানে রাহে ভান্ডারী পেশ করেন। সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডুর স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথিকে দ্বি-বার্ষিক প্রতিবেদন তুলে দিচ্ছন সম্মানিত সভাপতি

সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক মহোদয়ের নির্দেশনাক্রমে বক্তারা রাতআপ ২০১৩- ২০১৪ ইং কমিটির সফলতা নিয়ে আলোচনা না করে কর্মকান্ডের উপর সমালোচনা মূলক আলোচনায় অংশগ্রহণ করেন যাতে নবগঠিত কমিটির সদস্যদের পথ চলা সুগম হয় ও তারা দিক নির্দেশনা প্রাপ্ত হয়।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি মহোদয় 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরিকত ও সংগঠনের মধ্যে বিদ্যমান সর্ম্পকের উপর জোর দেন ।তিনি বলেন, প্রতিটি কর্মকে ইবাদতে পরিণত করার দর্শনই হচ্ছে রাহে ভান্ডার দর্শন। এ জন্যই রাহে ভান্ডার দর্শন অন্য সব দর্শন থেকে অনন্য।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মৌলানা ইকবাল ইউছুপ (মাঃজিঃআঃ), মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনিস্টিটিউট এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, বাংলাপোস্ট বিডির সম্পাদক জনাব এম এ আলী, বাংলা এক্সপ্রেস২৪ এর যুগ্ম বার্তা সম্পাদক মৌলানা নুরুর মোস্তফা, মাসিক ফটিকছড়ির সম্পাদক মোঃ আলী, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), সহ সভাপতি শাহজাদা সুলতানুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ), আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এ মিডু, রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপসভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী 

আলোচনায় অংশগ্রহণকৃত বক্তারা

রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) ও রাতআপ এর বিভিন্ন শাখা হতে সকল সদস্যদের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলে।

সম্মেলনে আগত রাআপ রাওপ রাতআপ পরিবারে সদস্যদের একাংশ

রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) ও রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত নির্বাচকমন্ডলী শাহজাদা মোহাম্মদ সাইফুল আলম নাইডুকে সভাপতি, মোসলেহ উদ্দিন সুজনকে সাধারণ সম্পাদক, ডাঃ মোহাম্মদ রবিনকে সাংগিনিক সম্পাদক এবং মঈন উদ্দিন টুটুলকে অর্থ সম্পাদক করে রাতআপ ২০১৫-২০১৬ ইং কমিটি গঠন করেন।

অতিথিদের সাথে নবগঠিত কমিটির কর্মকর্তাবৃন্দ

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে নবগঠিত পরিষদকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। সম্মেলন শেষে মাইজভান্ডারী তরীকার রেওয়াজ অনুযায়ী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাবাররুক বিতরণের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর সমাপ্তি ঘটে।



তথ্য সূত্র ও সম্পাদনায়: তথ্য বিভাগ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ


সংবাদ সংযোগ


দৈনিক পূর্বদেশ

দৈনিক সুপ্রভাত





...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন