শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

মুসলিম থিয়েটার হলে রাতআপ কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত

গত ২৪ ডিসেম্বর ২০১৩ ইংরেজী মঙ্গলবার চট্টগ্রামস্থ ঐতিহ্যবাহী মুসলিম থিয়েটার হলে রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ২০১৩-১৪ সালের সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনির্ধারিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
       
     উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাতআপ  এর সার্বিক তত্ত্বাবধায়ক হযরত শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।
      

সভায় আগত উপস্থিতির একাংশ
      

      রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার আশেকান পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), সাংগঠনিক সম্পাদক শাহজাদা মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ), রাহে ভাণ্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভাণ্ডারী, সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভাণ্ডারী প্রমুখ।

উক্ত সভায় সভাপতি মহোদয় বর্ষপূর্তি উদযাপন সম্বন্ধে উপস্থিত সকলের মতামত নেন। উপস্থিত সকলেই বর্ষপূর্তি উদযাপন করার পক্ষে মতামত দেন।

সভায় আগত রাতআপ শাখা সংগঠন সমূহের সভাপতি- সাধারণ সম্পাদকগণকে তাদের শাখার বার্ষিক প্রতিবেদন যথা শীঘ্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়


সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে প্রধান অতিথি বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ৫ জানুয়ারী। তিনি বলেন যদি ৫ জানুয়ারী কোনো সমস্যা দেখা দেয় তাহলে বর্ষপূর্তি উদযাপনের তারিখ পরিবর্তন করে সবাইকে জানিয়ে দেয়া হবে।


রাহে ভাণ্ডার তথ্য ডেস্ক
লেখক - ইকবাল, তথ্যে - সোহাদ, ছবি - তুষার

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

ওয়াছেল মাইজভান্ডারীর 108 তম ওরছে উন্মুক্ত বিশ্বকোষে নিবন্ধ উদ্ভোধন


গত ২৫ অগ্রহায়ণ ১৪২০ বাংলা, ৯ ডিসেম্বর ২০১৩ ইংরেজী ৫ সফর ১৪৩৫ হিজরী সোমবার মাইজভাণ্ডার দরবার শরীফের দপ্তরে গাউছুল আজম, গাউছিয়া আমিন মঞ্জিলে হযরত শাহছুফি ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (ক.) এর ১০৮ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।

রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের উদ্যোগে র‌্যালী
উক্ত ওরছ শরীফে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার রাজানগর দরবার শরীফের সম্মানিত মোন্তাজেম হযরত শাহছুফি ছৈয়দ খাজা নিজাম উদ্দিন ছালেকী (মাঃজিঃআঃ), রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ), নাছির ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ সাইফুল ইসলাম মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ), সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ মোতাছিম বিল্লাহ সম্পদ (মাঃজিঃআঃ), খানকায়ে উজিরিয়া হাশেমিয়া এর প্রতিষ্ঠাতা হযরত আলহাজ এস এম আবুল হাশেম মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) প্রমুখ। উক্ত ওরছ শরীফে উইকিপিডিয়াতে ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (ক.) এর সংক্ষিপ্ত জীবনীর উপর একটি আর্টিকেল উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জজাদানশীন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারী (মাঃ জিঃ আঃ)।. এই সময় আরো উপস্থিত ছিলেন এই সময় আরো উপস্থিত ছিলেন গাউছিয়া

উকিপিডিয়াতে “ছোট মৌলানা” শীর্ষক নিবন্ধ উদ্ভোদন করার একটি মহূর্ত

এ সময় আরো উপস্থিত ছিলেন গাউছিয়া আমিন মঞ্জিলের  নায়েবে সাজ্জজাদানশীন হযরত শাহছুফি ছৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ), রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সম্মানিত মোন্তাজেম হযরত শাহছুফি ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), রাহে ভাণ্ডার আশেকান পরিষদের সহ সভাপতি শাহজাদা আলহাজ সুলতানুল আলম, সাধারন সম্পাদক শাহজাদা ছৈয়দ বশির আহাম্মদ মনি, রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত রাহে ভাণ্ডারী, রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা এস এ নাইডু, রাহে ভাণ্ডার ওলামা পরিষদ এর সম্মানিত সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম প্রমুখ।
ছেম’আ মাহফিলের একটি দৃশ্য


এই পবিত্র ওরশ শরীফে হামদ, নাত ও মিলাদ পরিচালনা করেন রাহে ভাণ্ডার ছুফি শিল্পী গোষ্ঠী। ওরছ শরীফে পবিত্র ছেম’আ মাহফিলে কাওয়ালী পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত ছুফি শিল্পী আহমদ নুর আমিরী।

আখেরী মোনাজাত করেন রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)


অনুষ্ঠানটি নিম্নের সংবাদ মাধ্যম সমূহে গুরুত্বের সহিত প্রচারিত হয়:

http://www.dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/2013-08-24-18-27-48/12045-2013-12-14-19-48-42


সম্পাদনায়: ইকবাল, তথ্যে ঃ রাহাত ও নাইডু, ছবি ঃ নাইডু ও সোহাদ

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

রাতআপ চাঁন্দগাও শাখার নতুন সদস্যদের অভিষেক

 
গতকাল ২৯শে অগ্রহায়ন ১৪২০, ১৩ ডিসেম্বর ২০১৩ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) চাঁন্দগাও থানা শাখার সভাপতি জনাব জেবল হোসাইনের সভাপতিত্বে গোলাম আলী নাজির পাড়ায় উক্ত শাখার নতুন সদস্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সাইফূল আলম নাইডু এবং মহানগর সহ-সভাপতি এম এ হোসাইন খোকন।

এতে আরো উপস্থিত ছিলেন মহানগর অর্থ সম্পাদক গোলাম রহমান বাবু, চাঁন্দগাও থানার সহ-সাধারন সম্পাদক মো: হাসানুর রশিদ রুবেল, চাঁন্দগাও থানার প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, সরোয়ার উদ্দীন মিন্টু, আল আমির খসরু, পিয়ার মোহাম্মদ মিঠুন, আব্দুল হামীদ, জাহেদ হোসাইন, ডা: মো: আব্দুল হামীদ, বখতিয়ার, রিফাত ইসলাম রনবি, দিদারুল আলম মানিক, মো: আব্দুল আজিজ, সামসুর আলম, মো: বাবুল, মামুন, প্রমুখ ।

  উক্ত অনুষ্ঠানে কতিপয় সম্মানিত সিনিয়র সদস্য সহ নবাগতদের মধ্যে কয়েকজন প্রতিনিধিত্বমূলক বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে নিমোক্ত বিষয়ের উপর আলোকপাত করেন:
১।. রাতআপ চাঁন্দগাও শাখার নতুন সদস্যদের পরিচিতি ও সাংগঠনিক ভাবে    বরণ করে নেয়া।
২। ২৫শে অগ্রহায়ণ হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (
কঃ) এর ওরশ পরবর্তী পর্যালোচনা।
৩। ৭ ই পৌষ দুলহায়ে হযরত শাহছুফী ছৈয়দ ছালেকুর রহমান (কঃ) এর ওরছ শরীফে অংশ গ্রহন ও প্রস্তুতি প্রসঙ্গ।
৪।. প্রতি বাংলা মাসের ৩ তারিখ মোহরা থানকাহ শরীফ ও ১০ তারিখ মুসলীম হলে অনুষ্ঠিত ফাতেহায় উপস্থিতি প্রসঙ্গ
৫।. সদস্য ফরম পুরন

  
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাতআপ বাবাজানের প্রানের সংগঠন অর্থাৎ রাতআপের সদস্যদের বাবাজানের প্রানের সাথে শরিক করেছেন। তাই রাতআপ সদস্যদের এমন ভাবে চলতে হবে যাতে দরবারেব মান ক্ষুন্ন না হয়”।. বক্তব্যের শেষ পর্যায়ে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফ এর মোন্তাজেম এর পক্ষে ৭ই পৌষ দুলহায়ে হযরত শাহছুফী ছৈয়দ ছালেকুর রহমান (কঃ) এর ওরশ শরীফে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।

  রাতআপ কেন্দ্রীয় সভাপতি সকলকে একসাথে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ্য হয়ে দরবারের সকল কাজে অংশগ্রহন করার জন্য আহবান জানান।


তথ্য: প্রচার বিভাগ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ ( চাঁন্দগাও শাখা )

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

জীবনে একবার ছুফিত্ব বরণ করা দরকার- মৌলানা ছৈয়দ জাফর ছাদেক



রাহে ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন- ইউনিভার্সেল ছুফি ফ্যাসষ্টিব্যাল তথা মহত্মা সম্মেলন  ও রাহে ভান্ডার এন্নোবেল এ্যাওয়ার্ড তথা রাহে ভান্ডার সম্মাননা পদক - এর প্রতিষ্ঠাতা শাহছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক আল- রাহে ভান্ডারী (মাঃজিঃআঃ) বলেছেন, স্বীয় স্বার্থ ও দুনিয়াবী চাওয়া পাওয়ার আশায় মুর্শিদের দরবারে যাওয়া-আসা ঠিক নয়। প্রত্যেকের জীবনে একবার ছুফিত্ব বরণ করা দরকার।

কেন্দ্রীয় রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)’র উদ্যোগে ‘বাংলার ছুফি দর্শনের স্বরুপ আলোচনা ও সংগঠনের আঞ্চলিক প্রতিনিধিগণের সমন্বয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



শুক্রবার বা’দ জুমআ বোয়ালখালীস্থ রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ প্রাঙ্গনে ‘রাতআপ’ কেন্দ্রীয় সভাপতি এস, এ, নাইডুর সভাপতিত্বে আঞ্চলিক প্রতিনিধি সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডা: ছৈয়দ আরেফ হোসাইন, ছুফি আলহাজ্ব কামাল উদ্দিন, আলহাজ্ব সুলতানুল আলম খোকন, ব্লাষ্ট বাংলাদেশের ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছৈয়দ বশির আহমদ মনি ও বিশিষ্ট সমাজকর্মী নুরুল আবছার।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দরবারের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর তৈয়বীয়া মাদ্রাসার হোস্টেল সুপার মৌলানা আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন, ইস্পাহানী রোড ছিদ্দিকীয়া জামে মসজিদের খতিব মৌলানা তানভীরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ রবিন ও এডভোকেট ইব্রাহীম বিপু প্রমুখ।

সভায় লিখিত গবেষণাপত্র উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। এবারের মূল প্রতিপাদ্য ছিল: “ছোট মৌলানা (কঃ) ও দুলহায়ে হযরত (কঃ)-এর জীবনালেখ্য; মানুষ ধর, মানুষ ভজ, মানুষেতেই নিরঞ্জন- প্রেক্ষিত ছুফি দর্শন”।

প্রধান অতিথি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক আল- রাহে ভান্ডারী (মাঃজিঃআঃ) তার বক্তব্যে আরো বলেন, দুনিয়ায় আমরা সবাই লাভের আশায় ব্যস্ত। যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকে স্মরণ করার সময়ও আমাদের থাকে না কিন্তু এ পৃথিবীতে আমরা চির দিন থাকবনা। একদিন আমাদের সবাইকে তার (আল্লাহ) দরবারে চলে যেতে হবে। তখন আমরা কি হিসাব দিব?



ছুফি সাধকগণের অবদানের কথা উল্লেখ করে মৌলনা ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, ছুফি-সাধকগণ অহিংসা, বিশৃংখলা ও ধর্ম-মতের উর্ধে থেকে যুগে যুগে সমাজে ইসলামের মর্মবাণী প্রচার করেছেন। তারা জাতি ধর্ম বর্ণ নিবিশেষে সকলের কাছে প্রিয় ও সম্মানের পাত্র ছিলেন। তাই তাদেরকে অনুসরণ ও অনুকরণ করলে আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় শান্তি ও মঙ্গল বয়ে আসবে।

তিনি আগামী ০৯ ডিসেম্বর ছোট মৌলানা (কঃ) ও ২১ ডিসেম্বর দুলহায়ে হযরতের (কঃ) ওরছে শরীক হতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গবেষণাপত্রে ২০টির অধিক ঐতিহাসিক বই ও অসংখ্য প্রকাশিত প্রবন্ধের ভিত্তিতে মাইজভান্ডারী ভাবধারায় ছুফি সঙ্গীতের প্রধান সমন্বয়ক ও দপ্তর-এ-গাউছুল আজমের কর্ণধার হিসাবে গাউছুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (কঃ) খলিফা ও ভ্রাতুষ্পুত্র ছোট মৌলানা হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডার (কঃ) এবং অপর খলিফা রাহে ভান্ডার তরীকার প্রতিষ্ঠাতা দুলহায়ে হযরত মৌলানা ছালেকুর রহমান (কঃ) এর জীবনের অনুকরণীয় নানা দিক তুলে ধরা হয়েছে।


আঞ্চলিক প্রতিনিধিগণের সমন্বয় সভায় ‘রাহে ভান্ডার আশেকান পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ), রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ ও রাহে ভান্ডার ওয়েব স্ক্রাইবার্সের (অনলাইন এ্যাক্টিভিষ্ট গ্রুপ) এই ছয়টি সহযোগী সংগঠনের সম্পাদকমন্ডলী ও আঞ্চলিক প্রতিনিধিগণের অংশগ্রহন করেন।


ব্লগ সম্পাদনায়: এস এ মিডু, তথ্য: রশিদুল হাসান সাহেদ



........



রাহে ভান্ডার দরবারে দেশের বৈরী পরিস্থিতি হতে মুক্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা



গতকাল ২২ অগ্রহায়ন ১৪২০ বাংলা, ৩ সফর ১৪৩৫ হিজরী, ০৬ ডিসেম্বর ২০১৩ ইংরেজী শুক্রবার বা’দ এশা রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে মাসিক ফাতেহাঅনুষ্ঠিত হয়। 

অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরত শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে উক্ত ফাতেহায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহজাদা ছৈয়দ খাজা নিজাম উদ্দীন ছালেকী (মাঃজিঃআঃ)।

এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছুফী মৌলানা রফিকুল ইসলাম, ছুফী মোহাম্মদ আবু তাহের ও শাহজাদা ডা: ছৈয়দ আরেফ হোছাইন।

দরবারের সাজ্জাদানশীন ও সহযোগী সংগঠন সমূহের সার্বিক তত্ত্বাবধায় শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:জি:আ:) জানতে চাইলে, উক্ত ফাতেহায় আসন্ন ২৫ অগ্রহায়ন খলিফা-এ-গাউছুল আজম মাইজভান্ডারী- ছোট মৌলানা- হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারীর (কঃ) ওরছ উপলক্ষ্যে রাহে ভান্ডার আশেকগণের ছয়টি সংগঠনের প্রতিনিধিগণ তাদের সাংগঠনিক সর্বশেষ প্রস্তুতির পর্যায় উল্লেখ করে আলোচনা করেন। 

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাদা ছৈয়দ খাজা নিজাম উদ্দীন ছালেকী (মাঃজিঃআঃ) ফাতেহায় উপস্থিতগণ সহ রাহে ভান্ডার তরীকার অপরাপর সকল আশেক ভক্তবৃন্দকে ৭ পৌষ অপর খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী- রাহে ভান্ডার তরীকার প্রতিষ্ঠাতা- দুলহায়ে হযরত- শাহছুফী মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহে ভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ শরীফে উপস্থিত হয়ে ফয়েজ- বরকত হাসিল করার আনন্ত্রণ জানান।

এতে শাহজাদা ছৈয়দ মুসফিকুর রহমান ফয়সাল ও রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সমন্বয়ে কাওয়ালী পরিবেশনায় পবিত্র ছেম’আ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন আখেরী মোনাজাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হতে আশু উত্তোরণ লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে ফাতেহার কার্যক্রম শেষ হয়।

রাহে ভাণ্ডার তথ্য ডেস্ক, সম্পাদনায়: তুষার, ছবি: নাজিম



...