শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

মুসলিম থিয়েটার হলে রাতআপ কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত

গত ২৪ ডিসেম্বর ২০১৩ ইংরেজী মঙ্গলবার চট্টগ্রামস্থ ঐতিহ্যবাহী মুসলিম থিয়েটার হলে রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ২০১৩-১৪ সালের সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনির্ধারিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
       
     উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাতআপ  এর সার্বিক তত্ত্বাবধায়ক হযরত শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।
      

সভায় আগত উপস্থিতির একাংশ
      

      রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার আশেকান পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), সাংগঠনিক সম্পাদক শাহজাদা মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ), রাহে ভাণ্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভাণ্ডারী, সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভাণ্ডারী প্রমুখ।

উক্ত সভায় সভাপতি মহোদয় বর্ষপূর্তি উদযাপন সম্বন্ধে উপস্থিত সকলের মতামত নেন। উপস্থিত সকলেই বর্ষপূর্তি উদযাপন করার পক্ষে মতামত দেন।

সভায় আগত রাতআপ শাখা সংগঠন সমূহের সভাপতি- সাধারণ সম্পাদকগণকে তাদের শাখার বার্ষিক প্রতিবেদন যথা শীঘ্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়


সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে প্রধান অতিথি বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ৫ জানুয়ারী। তিনি বলেন যদি ৫ জানুয়ারী কোনো সমস্যা দেখা দেয় তাহলে বর্ষপূর্তি উদযাপনের তারিখ পরিবর্তন করে সবাইকে জানিয়ে দেয়া হবে।


রাহে ভাণ্ডার তথ্য ডেস্ক
লেখক - ইকবাল, তথ্যে - সোহাদ, ছবি - তুষার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন