রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

রাহে ভান্ডার দরবারে দেশের বৈরী পরিস্থিতি হতে মুক্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা



গতকাল ২২ অগ্রহায়ন ১৪২০ বাংলা, ৩ সফর ১৪৩৫ হিজরী, ০৬ ডিসেম্বর ২০১৩ ইংরেজী শুক্রবার বা’দ এশা রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে মাসিক ফাতেহাঅনুষ্ঠিত হয়। 

অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরত শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে উক্ত ফাতেহায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহজাদা ছৈয়দ খাজা নিজাম উদ্দীন ছালেকী (মাঃজিঃআঃ)।

এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছুফী মৌলানা রফিকুল ইসলাম, ছুফী মোহাম্মদ আবু তাহের ও শাহজাদা ডা: ছৈয়দ আরেফ হোছাইন।

দরবারের সাজ্জাদানশীন ও সহযোগী সংগঠন সমূহের সার্বিক তত্ত্বাবধায় শাহছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:জি:আ:) জানতে চাইলে, উক্ত ফাতেহায় আসন্ন ২৫ অগ্রহায়ন খলিফা-এ-গাউছুল আজম মাইজভান্ডারী- ছোট মৌলানা- হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারীর (কঃ) ওরছ উপলক্ষ্যে রাহে ভান্ডার আশেকগণের ছয়টি সংগঠনের প্রতিনিধিগণ তাদের সাংগঠনিক সর্বশেষ প্রস্তুতির পর্যায় উল্লেখ করে আলোচনা করেন। 

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাদা ছৈয়দ খাজা নিজাম উদ্দীন ছালেকী (মাঃজিঃআঃ) ফাতেহায় উপস্থিতগণ সহ রাহে ভান্ডার তরীকার অপরাপর সকল আশেক ভক্তবৃন্দকে ৭ পৌষ অপর খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী- রাহে ভান্ডার তরীকার প্রতিষ্ঠাতা- দুলহায়ে হযরত- শাহছুফী মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহে ভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ শরীফে উপস্থিত হয়ে ফয়েজ- বরকত হাসিল করার আনন্ত্রণ জানান।

এতে শাহজাদা ছৈয়দ মুসফিকুর রহমান ফয়সাল ও রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সমন্বয়ে কাওয়ালী পরিবেশনায় পবিত্র ছেম’আ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন আখেরী মোনাজাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হতে আশু উত্তোরণ লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে ফাতেহার কার্যক্রম শেষ হয়।

রাহে ভাণ্ডার তথ্য ডেস্ক, সম্পাদনায়: তুষার, ছবি: নাজিম



...

1 টি মন্তব্য: