গতকাল ২৯শে অগ্রহায়ন ১৪২০, ১৩ ডিসেম্বর ২০১৩ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) চাঁন্দগাও থানা শাখার সভাপতি জনাব জেবল হোসাইনের সভাপতিত্বে গোলাম আলী নাজির পাড়ায় উক্ত শাখার নতুন সদস্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সাইফূল আলম নাইডু এবং মহানগর সহ-সভাপতি এম এ হোসাইন খোকন।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর অর্থ সম্পাদক গোলাম রহমান বাবু, চাঁন্দগাও থানার সহ-সাধারন সম্পাদক মো: হাসানুর রশিদ রুবেল, চাঁন্দগাও থানার প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, সরোয়ার উদ্দীন মিন্টু, আল আমির খসরু, পিয়ার মোহাম্মদ মিঠুন, আব্দুল হামীদ, জাহেদ হোসাইন, ডা: মো: আব্দুল হামীদ, বখতিয়ার, রিফাত ইসলাম রনবি, দিদারুল আলম মানিক, মো: আব্দুল আজিজ, সামসুর আলম, মো: বাবুল, মামুন, প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে কতিপয় সম্মানিত সিনিয়র সদস্য সহ নবাগতদের মধ্যে কয়েকজন প্রতিনিধিত্বমূলক বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে নিমোক্ত বিষয়ের উপর আলোকপাত করেন:
১।. রাতআপ চাঁন্দগাও শাখার নতুন সদস্যদের পরিচিতি ও সাংগঠনিক ভাবে বরণ করে নেয়া।
২। ২৫শে অগ্রহায়ণ হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ) এর ওরশ পরবর্তী পর্যালোচনা।
৩। ৭ ই পৌষ দুলহায়ে হযরত শাহছুফী ছৈয়দ ছালেকুর রহমান (কঃ) এর ওরছ শরীফে অংশ গ্রহন ও প্রস্তুতি প্রসঙ্গ।
৪।. প্রতি বাংলা মাসের ৩ তারিখ মোহরা থানকাহ শরীফ ও ১০ তারিখ মুসলীম হলে অনুষ্ঠিত ফাতেহায় উপস্থিতি প্রসঙ্গ
৫।. সদস্য ফরম পুরন
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর অর্থ সম্পাদক গোলাম রহমান বাবু, চাঁন্দগাও থানার সহ-সাধারন সম্পাদক মো: হাসানুর রশিদ রুবেল, চাঁন্দগাও থানার প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, সরোয়ার উদ্দীন মিন্টু, আল আমির খসরু, পিয়ার মোহাম্মদ মিঠুন, আব্দুল হামীদ, জাহেদ হোসাইন, ডা: মো: আব্দুল হামীদ, বখতিয়ার, রিফাত ইসলাম রনবি, দিদারুল আলম মানিক, মো: আব্দুল আজিজ, সামসুর আলম, মো: বাবুল, মামুন, প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে কতিপয় সম্মানিত সিনিয়র সদস্য সহ নবাগতদের মধ্যে কয়েকজন প্রতিনিধিত্বমূলক বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে নিমোক্ত বিষয়ের উপর আলোকপাত করেন:
১।. রাতআপ চাঁন্দগাও শাখার নতুন সদস্যদের পরিচিতি ও সাংগঠনিক ভাবে বরণ করে নেয়া।
২। ২৫শে অগ্রহায়ণ হযরত আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ) এর ওরশ পরবর্তী পর্যালোচনা।
৩। ৭ ই পৌষ দুলহায়ে হযরত শাহছুফী ছৈয়দ ছালেকুর রহমান (কঃ) এর ওরছ শরীফে অংশ গ্রহন ও প্রস্তুতি প্রসঙ্গ।
৪।. প্রতি বাংলা মাসের ৩ তারিখ মোহরা থানকাহ শরীফ ও ১০ তারিখ মুসলীম হলে অনুষ্ঠিত ফাতেহায় উপস্থিতি প্রসঙ্গ
৫।. সদস্য ফরম পুরন
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাতআপ বাবাজানের প্রানের সংগঠন অর্থাৎ রাতআপের সদস্যদের বাবাজানের প্রানের সাথে শরিক করেছেন। তাই রাতআপ সদস্যদের এমন ভাবে চলতে হবে যাতে দরবারেব মান ক্ষুন্ন না হয়”।. বক্তব্যের শেষ পর্যায়ে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফ এর মোন্তাজেম এর পক্ষে ৭ই পৌষ দুলহায়ে হযরত শাহছুফী ছৈয়দ ছালেকুর রহমান (কঃ) এর ওরশ শরীফে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।
রাতআপ কেন্দ্রীয় সভাপতি সকলকে একসাথে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ্য হয়ে দরবারের সকল কাজে অংশগ্রহন করার জন্য আহবান জানান।
রাতআপ কেন্দ্রীয় সভাপতি সকলকে একসাথে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ্য হয়ে দরবারের সকল কাজে অংশগ্রহন করার জন্য আহবান জানান।
তথ্য: প্রচার বিভাগ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ ( চাঁন্দগাও শাখা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন