গত ১৮ই জানুয়ারী, ৫ই মাঘ, ১৬ই রবিউল আওয়াল, রোজ শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার উদ্যেগে, বন্দর টিলার নয়াহাটস্থ উক্ত শাখার সহ-অর্থ সম্পাদক মোহম্মদ সোহেল এর বাস ভবনে রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার উদ্যোগে নির্ধারিত মাসিক ফাতেহা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী দিবস ও মহাত্মা সম্মেলনের উদ্যেক্তা হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।
তকরীর করছেন নবী দিবসের প্রবর্তক ও মহাত্মা সম্মেলনের আয়োজক হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) |
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডার কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন পেশ ইমাম ও রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মা্ওলানা আবুল কাশেম, ইসপাহানী রোড জামে মসজিদের খতিব ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তানভীরুল ইসলাম, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এর কেন্ত্রীয় সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু, রাতআপের সহ-সভাপতি নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন সুজন, প্রচার সম্পাদক শাহেদ, চান্দগাও শাখার সভাপতি জেবল হোসেন, কর্ণফূলী শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ রাহে ভান্ডার দরবারের শতাধিক মুরীদান ও ভক্তবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) বলেন, ইসলাম শান্তির ধর্ম।ইসলাম কোন ধরনের বোমাবাজি, নৈরাজ্য, সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করেনা্। তাই তিনি সকলকে এই সকল অপকর্ম থেকে বিরত থেকে আল্লাহকে চেনার, বুঝার, জানার জন্য স্বচেষ্ট হতে সকলের প্রতি আহবান জানান।
সম্পাদনায়: সাহেদুল হাসান, রাহে ভান্ডার তথ্য দপ্তর।
...
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন