![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjInLWKx8renZ9GUrNLgWSkDgRvmBzjy9aG1colLZuG_kPtRtWb9iHmeTg1Hxaop00o01k7hBOvr9Jqs5Y42eGtcJY5r9Pp-DtY_-nsioMsRwxGlrEy3lvveYv54BcD-kqnXe6i0UatjTo/s1600/sultan+awlia.jpg)
গত
১ জানুয়ারী ২০১৪ইং ১৮ পৌস ১৪২০ বাং দক্ষিন চটগ্রামের অন্যতম প্রসিদ্ধ
দরবার সুলতান ভান্ডার দরবার শরীফে হযরত শাহ সুলতানুল আউলিয়া (কঃ) এর
বার্ষিক ওরছ শরীফ উপলেক্ষে বিগত কয়েক বছরের ন্যায় এবারও আশেকানে আউলিয়া
মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাইজভান্ডারস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাত উদ্দিন
মাইজভান্ডারী (মা:)।. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ নজরুল হুদা- সাজ্জাদানশীন, গাউছিয়া রহমান মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ। উক্ত
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরীকার বর্তমান
দীক্ষাগুরু- নবী দিবস ও মহাত্মা সম্মেলনের প্রতিষ্ঠাতা মৌলানা ছৈয়দ জাফর ছাদেক
শাহ্ (মাঃ)।
এতে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজাপুর দরবার
শরীফের সাজ্জাদানশীন দলিলুর রহমান রাজাপুরী (মাঃ), খিতাপচর রহমানীয়া
দরবারের সাজ্জাদানশীন নজরুল ইসলাম (মাঃ), আঞ্জুমানে
মোত্তাবেয়ীনে গাউছুল আজম মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) ওলামা পরিষদ এর
সভাপতি মৌং বদরুদ্দোজা (মাঃ), রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর
সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু (মাঃ), রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ)
এর সাধারন সম্পাদক মৌং তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী (মাঃ) সহ প্রমুখ। উক্ত
সম্মেলনের সভাপতিত্ব করেন সুলতান ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন
মৌলানা ডাঃ এয়াকুব আলী (মাঃ)।
সম্মেলনে গাউছুল আজম মৌলানা ছৈয়দ
আহমদউল্লাহ মাইজভান্ডারী (কঃ) এবং গাউছুল আজম মৌলান ছৈয়দ গোলামুর রহমান
বাবা ভান্ডারী (কঃ) এর জীবন চরিত ও সুফী দর্শন নিয়ে আলোচনা করা হয়।
বক্তাগণ বলেন, জীবনাদর্শের বিচারে ছুফিগণ হলেন সাম্য- মৈত্রী ও সকল ধর্মের
সহাবস্থানের ভিত্তিতে সৌভ্রাতৃত্ব মূলক সমাজ প্রতিষ্ঠায় চিরস্মরণীয়। উক্ত
সভার সভাপতি ডা: এয়াকুব আলী কর্তৃক রচিত জীবনী গ্রন্থ ‘চট্টগ্রামের বার
আউলিয়া’ উদ্বোধন করা হয়।
সভা শেষে আখেরী মোনোজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন