গত ২১ জানুয়ারী, ২০১৪ ইং, ০৮ মাঘ ১৪২০ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)-
হাটহাজারী শাখা কর্তৃক, নজুমিয়াহাটস্থ বড়বাড়িতে রাহে ভান্ডার তরীকার রীতি ও
ঐতিহ্য মোতাবেক মাসিক ফাতেহা শরীফ আয়োজন করা হয়। উক্ত শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন দৌলত
এর বাড়িতে অনুষ্ঠিত হয় এ মাসিক ফাতেহা।
এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদে জমান হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) রাহে ভান্ডারী(1916-1980) এর মেঝ জামাতা রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাওপ) এর কার্যনির্বাহী সদস্য ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ
(রাতআপ)- হাটহাজারী শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন– উক্ত শাখার সভাপতি
মো: ফরিদুল ইসলাম আজম, র্কাযনির্বাহী সদস্য – মো: নুরুল আমিন মুন্না, মো: নাছির উদ্দিন
চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান, সহ-সভাপতি আনোয়ার
হোসেন দৌলত, সহ-সভাপতি মো: সরোয়ার ইকবাল, অর্থ-সম্পাদক মো:
রাশেদ, দপ্তর সম্পাদক মো: রাশেদ চৌধুরী সহ দপ্তর
সম্পাদক মো: সেলিম, সাগর আলী বাদশা ও রাহে ভান্ডার কধুরখীল
দরবার শরীফের অন্যান্য মুরীদ ও ভক্তবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতা বিষয়ে
দৃষ্টিপাত করেন। এছাড়াও ফাতেহাতে মহিমান্বিত ১০ই মাঘ, ২৩শে জানুয়ারী-
খাতেমুল বেলায়েত, বিশ্ব জগতের
ত্রাণকর্তা, হযরত গাউছুল আযম ছৈয়দ আহমদ উল্লাহ্
মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররাহুল বারী (প্রকাশ হযরত কেবলা) এর পবিত্র ওরশ শরীফে
অংশগ্রহণ পূর্বক প্রস্তুতি ও যাতায়াত বিষয়ে আলোচনা হয়েছিল।
রাতআপ আয়োজিত উক্ত ফাতেহা উপলক্ষে আজাদে মোজাদ্দেদে জমান হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে
ভান্ডারী (কঃ) এর প্রতিষ্ঠিত খানকাহ্ শরীফ – খানকাহ্ এ রাহে
মালেক ভান্ডার, বড়বাড়ি, বাথুয়ায় মিলাদ ও কিয়াম
সহকারে মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে বিশ্ব-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করে মুনাজাতের মধ্যদিয়ে এর কার্যক্রম পরিসমাপ্ত হয়।
সম্পাদনা ও ছবি : সোহাদ লিয়াকত
সূত্র: ফেইসবুক গ্রুপ- রাহে ভান্ডার স্কুল অব থিওলজি
সূত্র: ফেইসবুক গ্রুপ- রাহে ভান্ডার স্কুল অব থিওলজি
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন