দপ্তরে গাউছুল আজম হযরত শাহ ছুফী মৌলানা ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ)’র মাসিক ফাতেহা শরীফ গত ২৫ কার্তিক ১৪২১ বাংলা, ০৯ নভেম্বর ২০১৪ ইংরেজী, রবিবার মাইজভান্ডার দরবার শরীফস্থ দফতরে গাউছুল আজম- আমিন মঞ্জিলে পালিত হয়। উক্ত ফাতেহায় গাউছিয়া আমিন মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন হযরত ছৈয়দ মারূফ বিন কাদের (মাঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবী দিবসের (সঃ) প্রবক্তা ও মহাত্মা সম্মেলনের আয়োজক- রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ), নাছির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা সাইফুল ইসলাম (মাঃ), দুলহায়ে হযরত ছালেকুর রহমান শাহ (কঃ)’র দৌহিত্র শাহজাদা মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরো অনেকে।
বাদে এশা বিভিন্ন দরবার এবং দূর দূরান্ত হতে আগত ভক্ত আশেকগণ তবারুক গ্রহন শেষে মাহফিলে অংশগ্রহণ করেন। এ পবিত্র মাহফিলে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আগত অতিথিবৃন্দ ছুফীতত্ত্বের নানা বিষয়াদির উপর জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন। এরপর অতিথি ও ভক্ত আশেক সকলে সম্মিলিতভাবে তরীকার রেওয়াজ মোতাবেক ছেমা মাহফিলে অংশগ্রহণ করেন।
ছেমা শেষে আগামী ২৫ অগ্রহায়ন দপ্তরে গাউছুল আজম-এ মাইজভান্ডার শরাফতের অবিনশ্বর নক্ষত্র হযরত শাহ ছুফী মৌলানা ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী প্রকাশ ছোট মৌলানা (কঃ)’র বার্ষিক ওরছ শরীফের সাফল্য কামনা করে নাছির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছুফী মৌলানা সাইফুল ইসলাম (মাঃ) মোনাজাত পরিচালনা করেন।
পরিশেষে হযরত ছৈয়দ মারূফ বিন কাদের (মাঃ) আগামী ২৫ অগ্রাহায়ন বার্ষিক ওরছ শরীফে যোগদান করে কুতুবুল এরশাদ হযরত শাহ ছুফী মৌলানা ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ)’র রুহানী ফয়েজ অর্জন করার জন্য উপস্থিত অতিথি ও ভক্ত আশেকগনর মাধ্যম সমাজের সর্বস্থরে দাওয়াত পৌছে দেন।
সম্পাদনায়: মাহমুদুল হাসান তুষার
তথ্য: ছৈয়দ মশিউর রহমান রাহাত
ছবি: সাকিব মন্টু
....
অনেক ভালো হয়েছে,,ধন্যবাদ
উত্তরমুছুনgreat.
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনwasele hoq jo hay woh kehte hay
উত্তরমুছুনwasle moula besale bhanderi..