ত্বরীকায়ে গাউছিয়া আহমদিয়া মাইজভাণ্ডারীর বদৌলতে বিশ্ববাসী অনেক মহান মনীষীর সান্নিধ্যে আসতে সক্ষম হয়েছে। তাঁদের মধ্যে গাউছুল আজম হযরত গোলামুর রহমান (কঃ) মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর বিশিষ্ট খলিফা হযরত অছি শাহ্ (রাঃ) মাইজভাণ্ডারী অন্যতম। গত ১০ নভেম্বর ২০১৪ ইং রোজ সোমবার ছিল এই মহান মনীষীর ওরছ মোবারক।
এ উপলক্ষে চট্টগ্রামের দেওয়ানহাটস্থ মাজার শরীফে দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল – খতমে কোরআন, মাজার শরীফ গোসল, গিলাপ পরিধান, আতর-গোলাপ ও পুষ্পাঞ্জলি অর্পণ, মিলাদ মাহফিল, ছেমা মজলিশ , তাবাররুক বিতরণ ও আখেরী মোনাজাত।
ওরছ শরীফ উপলক্ষে রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) মহানগর ও বন্দর শাখা সমন্বিত ভাবে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এ আনন্দ শোভা যাত্রায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ রাহে ভাণ্ডারী (মাঃ জিঃ আঃ)। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাহে
ভাণ্ডার ওলামা পরিষদের (রাওপ) সভাপতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম রাহে ভাণ্ডারী, রাতআপ মহানগর শাখার সহ সভাপতি হোসাইন খোকন, বন্দর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোহাম্মদ রবিন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান সাহেদ, সীতাকুণ্ড শাখার সভাপতি মোসলেহ উদ্দিন সুজন, তানভীর ইসলাম, মীর জাহেদ প্রমুখ।
শোভাযাত্রাটি চট্টগ্রামস্থ দেওয়ানহাট মোড় থেকে শুরু
হয়ে মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রধান মেহমান হযরত অছি শাহ্
(রাঃ) মাজার শরীফে শ্রদ্ধাঞ্জলী পেশ করে মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি ওরছ উপলক্ষে আয়োজিত ছেমা মজলিশে তশরিফ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সূফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মওলানা ইকবাল ইউসূফ, বাংলাপোস্টবিডি অনলাইনের সম্পাদক জনাব এম আলী হোসেন, মাসিক বায়েজিদের প্রকাশক মোহাম্মদ হাবিবুর রহমান, বীমা ব্যক্তিত্ব আলহাজ্ব সিরাজুল মোস্তফা, বিশিষ্ট ব্যাংকার হারুন উর রশিদ, হামদর্দ ব্যবস্থাপক হাকিম জাফর ছাদেক, মানবাধিকার কমিশন চট্টগ্রামের তথ্য প্রযুক্তি সম্পাদক কে জি এম সবুজ, সাংবাদিক নুরুল মোস্তফা সহ প্রমুখ।
ছেমা মজলিশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ওরছ শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করেন ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ জিঃ আঃ) রাহে ভাণ্ডারী।
তথ্য সহযগিতায়ঃ রশিদুল হাসান সাহেদ ও তানভীর ইসলাম
ছবিঃ তানভীর ইসলাম
গ্রণমাধ্যমে প্রকাশিত সংবাদের কতিপয় লিংক নিম্নে দেয়া হল:
দৈনিক সুপ্রভাত
দৈনিক নিউজ বিএনএ
দৈনিক ই সুপ্রভাত
দৈনিক বাংলা এক্সপ্রেস
দৈনিক বাংলা পোষ্ট
ভয়েস অব বিডি
....
গ্রণমাধ্যমে প্রকাশিত সংবাদের কতিপয় লিংক নিম্নে দেয়া হল:
দৈনিক সুপ্রভাত
দৈনিক নিউজ বিএনএ
দৈনিক ই সুপ্রভাত
দৈনিক বাংলা এক্সপ্রেস
দৈনিক বাংলা পোষ্ট
ভয়েস অব বিডি
....
go ahead...keep writing...
উত্তরমুছুনঅসাধারণ।
উত্তরমুছুন