রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ অনুষ্ঠিত

রাহেভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০১৩-২০১৪ ইং এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ গত ২৪ ডিসেম্বর ২০১৪ ইং বুধবার নগরীর ঐতিহ্যবাহী মুসলিম থিয়েটার হলে অনুষ্ঠিত হয়।

কেরাত, নাত ও গজল পেশ করছেন রাওপ এর সদস্যরা

রাতআপ সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু'র সভাপতিত্বে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী দিবসের উদ্যেক্তা ও রাতআপ সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

স্বাগত বক্তব্য রাখছেন দ্বি-বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি

দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর প্রারম্ভে রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সদস্যরা কোরআন তেলওয়াত, নাতে রাসুল (দঃ), শানে গাউছুল মাইজভান্ডারী ও শানে রাহে ভান্ডারী পেশ করেন। সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডুর স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথিকে দ্বি-বার্ষিক প্রতিবেদন তুলে দিচ্ছন সম্মানিত সভাপতি

সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক মহোদয়ের নির্দেশনাক্রমে বক্তারা রাতআপ ২০১৩- ২০১৪ ইং কমিটির সফলতা নিয়ে আলোচনা না করে কর্মকান্ডের উপর সমালোচনা মূলক আলোচনায় অংশগ্রহণ করেন যাতে নবগঠিত কমিটির সদস্যদের পথ চলা সুগম হয় ও তারা দিক নির্দেশনা প্রাপ্ত হয়।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি মহোদয় 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরিকত ও সংগঠনের মধ্যে বিদ্যমান সর্ম্পকের উপর জোর দেন ।তিনি বলেন, প্রতিটি কর্মকে ইবাদতে পরিণত করার দর্শনই হচ্ছে রাহে ভান্ডার দর্শন। এ জন্যই রাহে ভান্ডার দর্শন অন্য সব দর্শন থেকে অনন্য।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মৌলানা ইকবাল ইউছুপ (মাঃজিঃআঃ), মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনিস্টিটিউট এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, বাংলাপোস্ট বিডির সম্পাদক জনাব এম এ আলী, বাংলা এক্সপ্রেস২৪ এর যুগ্ম বার্তা সম্পাদক মৌলানা নুরুর মোস্তফা, মাসিক ফটিকছড়ির সম্পাদক মোঃ আলী, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), সহ সভাপতি শাহজাদা সুলতানুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ), আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এ মিডু, রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপসভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী 

আলোচনায় অংশগ্রহণকৃত বক্তারা

রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) ও রাতআপ এর বিভিন্ন শাখা হতে সকল সদস্যদের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলে।

সম্মেলনে আগত রাআপ রাওপ রাতআপ পরিবারে সদস্যদের একাংশ

রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) ও রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত নির্বাচকমন্ডলী শাহজাদা মোহাম্মদ সাইফুল আলম নাইডুকে সভাপতি, মোসলেহ উদ্দিন সুজনকে সাধারণ সম্পাদক, ডাঃ মোহাম্মদ রবিনকে সাংগিনিক সম্পাদক এবং মঈন উদ্দিন টুটুলকে অর্থ সম্পাদক করে রাতআপ ২০১৫-২০১৬ ইং কমিটি গঠন করেন।

অতিথিদের সাথে নবগঠিত কমিটির কর্মকর্তাবৃন্দ

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে নবগঠিত পরিষদকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। সম্মেলন শেষে মাইজভান্ডারী তরীকার রেওয়াজ অনুযায়ী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাবাররুক বিতরণের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর সমাপ্তি ঘটে।



তথ্য সূত্র ও সম্পাদনায়: তথ্য বিভাগ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ


সংবাদ সংযোগ


দৈনিক পূর্বদেশ

দৈনিক সুপ্রভাত





...

মৌলানা ছৈয়দ শিবলী আকবরী (কঃ)’র ওরছ সম্পন্ন




তরীকায়ে মাইজভান্ডারীর প্রবর্তক- গাউছুল আজম মৌলানা ছুফি ছৈয়দ আহমদ উল্লাহ শাহ্‌ মাইজভাণ্ডারী (কঃ) এর অন্যতম বিশিষ্ট খলীফা শাহ্‌ ছুফি হযরত মাওলানা ছৈয়দ আব্দুল কুদ্দুস (কঃ) কর্তৃক প্রতিষ্ঠিত দরবার-এ-গাওসে হাওলায় শাহ্‌ ছুফি হযরত মৌলানা ছৈয়দ শিবলী আকবরী (কঃ)’র পবিত্র মহান ওরছ শরীফ অনুষ্ঠিত হয়। দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত নঈমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ) এর সার্বিক ব্যাবস্থাপনায় গত ২৬শে অগ্রহায়ণ ১৪২১ বাংলা; ১০ই ডিসেম্বর ২০১৪ ইংরেজি; ১৮ই সফর ১৪৩৬ হিজরি, বুধবার  হযরত মাওলানা ছৈয়দ শিবলী আকবরী (কঃ)’র পবিত্র মহান ওরছ শরীফ অনুষ্ঠিত হয় । 

উক্ত ওরছ শরীফে যোগ দিয়ে আউলিয়াগণের রূহানী ফয়ুজাত লাভ করার জন্যে সারা দেশ থেকে বিভিন্ন দরবারের ভক্ত-অনুসারী সহ দরবার-এ-গাওসে হাওলার হাজারো ভক্ত-মুরিদ ও আশেকবৃন্দ এবং সাধারণ মানুষ দলে দলে দরবার প্রাঙ্গণে ভীড় জমায়। ওরছ দরবারের পক্ষ হতে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয় । 

ওরছ শরীফে যোগদানের নিমিত্তে বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন ও পীর-মাশায়েখগণ আগমন করেন। অতিথি ও সকল ভক্ত- আশেক বাদে এশা তবাররুক গ্রহণ করে মাহফিলে অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি সহ সকল অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করেনেন ওরছের আয়োজক- শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত নইমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ) 

মাহফিলে অন্যান্যদের মধ্যে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রাহে ভাণ্ডার কধুরখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত মৌলানা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্‌ (মাঃজিঃআঃ), হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন, দরবারে উজিরিয়া- হাশেমিয়ার সাজ্জাদানশীন ছুফি হযরত আলহাজ্ব আবুল হাশেম মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) সহ আরও বেশ কয়েকজন উক্ত মাহফিলে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে গাউছুল আজম মাইজভাণ্ডারী ও তদীয় খলীফা শাহ্‌ ছুফি হযরত মৌলানা আব্দুল কুদ্দুস (কঃ) সহ সকল খলীফার জীবনের আদর্শ, ভাতৃত্ববোধ,  ত্যাগ-তিতিক্ষা, স্রষ্টা-সৃষ্টির প্রতি প্রেম, কঠোর রেয়াজত-সাধনা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন। অন্যায়-অত্যাচার ও শোষণ-অনাচারমুক্ত সুষম অংশগ্রহণপূর্বক সমানাধিকার ভিত্তিক মানবসমাজ গড়তে ছুফিবাদের বিকল্প নেই বলে অভিমত ব্যাক্ত করেন ।

এরপর জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বিভিন্ন কাওয়ালের পরিবেশনায় জিকির ও ছেমআ মাহফিল অনুষ্ঠিত হয় । সবশেষে দরবার-এ-গাওসে হাওলার শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত নইমুল কুদ্দুস আকবরী (মাঃজিঃআঃ) উপস্থিত সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন ।  


সম্পাদনায়ঃ মুহাম্মদ জিফাদ বিন লিয়াকত

তথ্যঃ ছৈয়দ রাহাত

ছবিঃ ছৈয়দ রাহাত, জেবল হোসেইন


...

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

স্নাতোকত্তর (মার্স্টাস) পরীক্ষায় ১ম শ্রেণীতে উর্ত্তীণ হওয়ায় আন্তরিক অভিবাদন


মহানগরের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কেন্দ্রীয় রাতআপ এর সদস্যরা

রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) মহানগর  শাখার সম্মানিত সভাপতি শাহজাদা সালাউদ্দিন ত্বীন  স্নাতোকত্তর (মার্স্টাস) ) পরীক্ষায় ১ম শ্রেণীতে উর্ত্তীণ হওয়ায় রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ হতে আন্তরিক অভিবাদন ও রক্তিম গোলাপের শুভেচ্ছা। গাউছুল আজমের শাহী দরবারে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

সম্পাদনায়
রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) তথ্য বিভাগ

ছবি
ছৈয়দ মশফিকর রহমান ফয়সাল
সহ সাধারণ সম্পাদক
রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

আামিনুল হক ওয়াছেল মাইজভান্ডারীর ওরছ উদযাপিত

     গত ৯ ডিসেম্বর ২০১৪ ইংরেজী মঙ্গলবার মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ব শরাফতের অন্যতম প্রাণ পুরুষ, হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) এর অনন্য বৈশিষ্ট্যের ধারক-বাহক খলিফা হযরত ছুফি আমিনুল হক ওয়াসেল (কঃ) মাইজভান্ডারী’র পবিত্র বার্ষিক ওরছ শরীফ মাইজভান্ডার দরবার শরীফস্থ দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী- আমিল মঞ্জিলে মহাসমারোহে উদযাপিত হয়।

ওরছ শরীফে আগতদের জ
     ওরছ উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। আয়োজনের মধ্যে ছিল খতমে কোরআন, গোসল শরীফ, তাবাররুক বিতরণ, নাতে রাসুল (দঃ) পরিবেশন, ছামা মাহফিল ও আখেরী মোনাজাত।
     
     দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত, আশেক ও মুরিদানগণ জুলুছ সহকারে ওরছে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ভক্ত, আশেক ও মুরিদানগণের ঢলে মাইজভান্ডার দরবার শরীফ লোক লোকারণ্যে পরিণত হয়।

  আমিন মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন হযরত শাহছুফি মারুফ বিন কাদেরের (মাঃজিঃআঃ) নেতৃত্বে হযরত শাহছুফি আমিনুল হক ওয়াসেল (কঃ) মাইজভান্ডারীর রওজার গোসল শরীফ অনুষ্ঠিত হয়।

গোসল শরীফের সময় ওরছে আগত ভক্তদের একাংশ
     
     বাদে এশা রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ ও রাহে ভান্ডার ওলামা পরিষদের সদস্যরা নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন। নাতে রাসুল (দঃ) পরিবেশন শেষে বাংলা ইউকিপিডিয়াতে প্রকাশিত ছৈয়দ দেলোয়ার হোছেন মাইজভান্ডারী (কঃ)ছৈয়দ জিয়াউল হক মাইহভান্ডারী (কঃ) এর জীবনী সহ অন্যান্য ছুফিগণের জীবনী প্রদর্শশনীর উদ্বোধন করা হয়। প্রর্দশনী উদ্বোধন করেন দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত ছুফি ওসমান কাদের পিন্টু মিয়া মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমিন মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন হযরত ছুফি মারুফ বিন কাদের (মাঃজিঃআঃ), রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন - নবী দিবসের সূচনাকারী - ইউনিভার্সেল ছুফি ফ্যাস্টিবল ও রাহে ভান্ডার এ্যানোবেল এ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ), নায়েব মোন্তাজেম হযরত ছুফি ডাঃ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ) সহ প্রমুখ।
বাংলা ইউকিপিডিয়াতে জীবনী প্রর্দশনী উদ্বোধন করছেন ওসমান কাদের পিন্টু মিয়া শাহ

     প্রদর্শনীর শেষে মাইজভান্ডারী ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছামা মাহফিলের পরিবেশনা ওরছ শরীফের অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যায়। ছামা মাহফিলে ছুফিয়ানা কালাম পরিবেশন করেন প্রখ্যাত কাওয়াল মোঃ জসিম, মোঃ মনসুর ও মোঃ নিজাম উদ্দিন। রাত ব্যাপী এ মাহফিলে ভক্তদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর।

রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের নাতে রাসুল (দঃ) পরিবেশন

     ছামা মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহছুফি ওসমান কাদের পিন্টু মিয়া মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)।

     ওরছ শরীফে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আত্মিক ও পরলৌকিক শান্তি কামনা করে ভক্ত, আশেক ও মুরিদানগণ নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

রাহে ভান্ডার তথ্য দপ্তর হতে সম্পাদনায়ঃ
মোহাম্মদ ইকবাল হোসেন

তথ্য ও ছবিঃ
সাইফুল আলম নাইডু
ছৈয়দ মশিয়র রহমান রাহাত
  
সংবাদ সংযোগঃ


শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

মোহরাস্থ রাহে ভান্ডার খানকাহ শরীফে রাতআপ চান্দগাঁও শাখার জরুরী সভা অনুষ্ঠিত

আজ ৫ ডিসেম্বর ২০১৪ ইং শুক্রবার বিকাল ৩টায় রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) চান্দগাঁও শাখা কর্তৃক মোহরাস্থ রাহে ভান্ডার খানকাহ্ শরীফে এক জরুরী সভার আয়োজন করা হয়। রাতআপ চান্দগাঁও শাখার সভাপতি এম এ হুসাইন খোকন এর সভাপতিত্বে উক্ত সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোছাইন।

আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ) ও  দুলহা-এ হযরত ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (কঃ)’র ওরছ শরীফে অংশগ্রহণ।

প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যরে ভিত্তিতে দরবারের কর্মকান্ড সাংগঠনিকভাবে একতাবদ্ধ হয়ে সম্পাদন করে যাওয়ার আহবান জানান। সভায় উপস্থিত রাতআপ চান্দগাঁও শাখা নবগঠিত কমিটির সকল কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক কাজকর্ম যথাযতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার সঞ্চালনা করেন রাতআপ চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক  মোঃ সাজ্জাদ হুসাইন।

সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ওরছ দ্বয়ে জৌলুস সহকারে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।


সম্পাদনায় ঃ ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল
ছবি ঃ সাগর আলী বাদশা

রাতআপ রাঙ্গুনীয়া শাখার বিশেষ সভা


গত  ২০ শে অগ্রাহায়ন ১৪২০ বাংলা,  ৪ ডিসেম্বর ২০১৪ ইং বৃহস্পতিবার বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) রাঙ্গুনীয়া শাখা কর্তৃক পোমরাস্ত গোচরা চৌমুহনী অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়।

 রাতআপ রাঙ্গুনীয়া শাখার সম্মানিত সভাপতি মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে উক্ত সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন রাঙ্গুনীয়া শাখার উপদেষ্ঠা ছূফী ছৈয়দ হারুন ফকীর শাহ (মাঃজিঃআঃ)।
উক্ত বিশেষ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার প্রাক্তন সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম, রাতআপ ওমান শাখার সদস্য মোঃ জাহেদুল ইসলাম সহ অনেকে।
আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল ২৫ অগ্রাহায়ণ ১৪২১ বাংলা, ০৯ ডিসেম্বর ২০১৪ইং ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ)’র ওরছ শরীফে অংশগ্রহন ও ৭ পৌষ ১৪২১ বাংলা, ২১ ডিসেম্বর ২০১৪ ইং দুলহা-এ হযরত ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (কঃ)’র ৪৬তম ওরছ উদযাপন।
প্রধান মেহমান তার বক্তব্যে এমন দুই মহাত্মাদের ইতিহাস তুলে ধরেন এবং তাদের দেখানো পথে অগ্রসর হয়ে নিজের আত্মিক উন্নতি সাধনের আশা ব্যক্ত করেন। তিনি এ মহান ছুফীদের বার্ষিক ওরছ শরীফে উপস্থিত হয়ে তাদের ফয়েজ বরকত হাছিলের আহ্বান জানান।
সভায় উপস্থিত রাতআপ রাঙ্গুনীয়া শাখা নবগঠিত কমিটির সকল কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে এ মহান মনীষীদের প্রচারে ব্রতি হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত বিশেষ সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার সাধারণ সম্পাদক  মোঃ জাহেদুল ইসলাম।
সভার শেষে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সভার প্রধান অতিথি ছূফী ছৈয়দ হারুন ফকীর শাহ (মাঃজিঃআঃ)।

সম্পাদনায় ঃ ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল
ছবি ঃ মোঃ সোহেল