আজ ৫ ডিসেম্বর ২০১৪ ইং শুক্রবার বিকাল ৩টায় রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) চান্দগাঁও শাখা কর্তৃক মোহরাস্থ রাহে ভান্ডার খানকাহ্ শরীফে এক জরুরী সভার আয়োজন করা হয়। রাতআপ চান্দগাঁও শাখার সভাপতি এম এ হুসাইন খোকন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোছাইন।
আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ) ও দুলহা-এ হযরত ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (কঃ)’র ওরছ শরীফে অংশগ্রহণ।
প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যরে ভিত্তিতে দরবারের কর্মকান্ড সাংগঠনিকভাবে একতাবদ্ধ হয়ে সম্পাদন করে যাওয়ার আহবান জানান। সভায় উপস্থিত রাতআপ চান্দগাঁও শাখা নবগঠিত কমিটির সকল কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক কাজকর্ম যথাযতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার সঞ্চালনা করেন রাতআপ চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হুসাইন।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ওরছ দ্বয়ে জৌলুস সহকারে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
সম্পাদনায় ঃ ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল
ছবি ঃ সাগর আলী বাদশা
আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ) ও দুলহা-এ হযরত ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (কঃ)’র ওরছ শরীফে অংশগ্রহণ।
প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যরে ভিত্তিতে দরবারের কর্মকান্ড সাংগঠনিকভাবে একতাবদ্ধ হয়ে সম্পাদন করে যাওয়ার আহবান জানান। সভায় উপস্থিত রাতআপ চান্দগাঁও শাখা নবগঠিত কমিটির সকল কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক কাজকর্ম যথাযতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার সঞ্চালনা করেন রাতআপ চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হুসাইন।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ওরছ দ্বয়ে জৌলুস সহকারে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
সম্পাদনায় ঃ ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল
ছবি ঃ সাগর আলী বাদশা
nice step. keep it up. no doubt about victory.
উত্তরমুছুন