শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

রাতআপ রাঙ্গুনীয়া শাখার বিশেষ সভা


গত  ২০ শে অগ্রাহায়ন ১৪২০ বাংলা,  ৪ ডিসেম্বর ২০১৪ ইং বৃহস্পতিবার বাদে মাগরিব রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) রাঙ্গুনীয়া শাখা কর্তৃক পোমরাস্ত গোচরা চৌমুহনী অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়।

 রাতআপ রাঙ্গুনীয়া শাখার সম্মানিত সভাপতি মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে উক্ত সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন রাঙ্গুনীয়া শাখার উপদেষ্ঠা ছূফী ছৈয়দ হারুন ফকীর শাহ (মাঃজিঃআঃ)।
উক্ত বিশেষ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার প্রাক্তন সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম, রাতআপ ওমান শাখার সদস্য মোঃ জাহেদুল ইসলাম সহ অনেকে।
আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল ২৫ অগ্রাহায়ণ ১৪২১ বাংলা, ০৯ ডিসেম্বর ২০১৪ইং ছৈয়দ আমিনুল হক ওয়াছেল মাইজভান্ডারী (কঃ)’র ওরছ শরীফে অংশগ্রহন ও ৭ পৌষ ১৪২১ বাংলা, ২১ ডিসেম্বর ২০১৪ ইং দুলহা-এ হযরত ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (কঃ)’র ৪৬তম ওরছ উদযাপন।
প্রধান মেহমান তার বক্তব্যে এমন দুই মহাত্মাদের ইতিহাস তুলে ধরেন এবং তাদের দেখানো পথে অগ্রসর হয়ে নিজের আত্মিক উন্নতি সাধনের আশা ব্যক্ত করেন। তিনি এ মহান ছুফীদের বার্ষিক ওরছ শরীফে উপস্থিত হয়ে তাদের ফয়েজ বরকত হাছিলের আহ্বান জানান।
সভায় উপস্থিত রাতআপ রাঙ্গুনীয়া শাখা নবগঠিত কমিটির সকল কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে এ মহান মনীষীদের প্রচারে ব্রতি হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সভায় আগত সকল অতিথি ও সদস্যগণের প্রতি উক্ত সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত বিশেষ সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাতআপ রাঙ্গুনীয়া শাখার সাধারণ সম্পাদক  মোঃ জাহেদুল ইসলাম।
সভার শেষে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সভার প্রধান অতিথি ছূফী ছৈয়দ হারুন ফকীর শাহ (মাঃজিঃআঃ)।

সম্পাদনায় ঃ ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল
ছবি ঃ মোঃ সোহেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন