শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

"মহাত্মা সম্মেলন-২০১৪" উপলক্ষে রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ), বন্দর শাখার প্রস্তুতি সভা সম্পন্ন

০৮ ফেব্রুয়ারী ২০১৪ ইংরেজী দুপুর ৩ টায় আসন্ন মহান "মহাত্মা সম্মেলন-২০১৪" উপলক্ষে রাহে ভান্ডার তরুন আশেকান পরিষদ (রাতআপ) বন্দর শাখার উদ্যগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি ও বন্দর শাখার কার্যনির্বাহী সদস্য মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারী।

রাতআপ বন্দর শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরুন আশেকান পরিষদ (রাতআপ) মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু এছাড়াও বন্দর শাখার অন্যান্য সদস্যবৃন্দগণ ও উপস্থিত ছিলেন।সভায় আসন্ন মহান "মহাত্মা সম্মেলন-২০১৪" উপলক্ষে বন্দর শাখার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন