মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

মহাত্মা সম্মেলন উপলক্ষ্যে রাতআপ বন্দর শাখার ফাতেহায় আলোচনা

গত ০৫ ফাল্গুন ১৪২০ বাংলা, ১৬ রবিউস্ সানি ১৪৩৫ হিজরী, ১৭ ফেব্রুয়ারী ২০১৪ ইংরেজী, রোজ সোমবার বা’দে মাগরিব হালিশহর মালুম বাড়ীতে রাতআপ বন্দর শাখার “মাসিক ফাতেহা” অনুষ্ঠিত হয়।

উক্ত ফাতেহায় সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ আল-রাহে ভান্ডারী (মাঃজিঃআঃ)।
 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদ এর সভাপতি শাহজাদা ডা: ছৈয়দ আরেফ হোছাইন (মা:), রাতআপ কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ও রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ) এবং রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এর সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু (মাঃ)।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, রাহে ভান্ডার ওলামা পরিষদের সাধারন সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী, রাতআপ (মহানগর শাখা)’র সাধারণ সম্পাদক জনাব মো: জেবল হোসেন, রাতআপ (মহানগর শাখা)’র উপদেষ্টা জনাব মো: মহিউদ্দিন ও অন্যান্য শাখার সদস্যবৃন্দ।

ফাতেহাতে আসন্ন “মহাত্না সম্মেলন-২০১৪”  উপলক্ষে বন্দর শাখার পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে প্রচারণার ব্যানার এবং চট্রগ্রাম মহানগরে দুই দিন ধরে মাইকিং করার সিন্ধান্ত গ্রহন করা হয়।

পরিশেষে দরুদ, কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে ফাতেহার কার্যক্রম শেষ করা হয়।



সম্পাদনায়: তানভির ইসলাম

...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন