গত ২৫ মাঘ ১৪২০
বাংলা, ০৭ ফেব্রুয়ারী ২০১৪ ইংরেজী বেলা ১১ টায় রাতআপ কার্যালয়ে রাহে ভান্ডার তরুন আশেকান পরিষদ (রাতআপ) বোয়ালখালী শাখার উদ্যগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ও রাহে ভান্ডার কধুরখীল
দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ)।
রাতআপ বোয়ালখালী
শাখার সম্মানিত সভাপতি মৌলানা মহিউদ্দিন আল রাহে ভান্ডারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সাধারন
সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম আল রাহে ভান্ডারী, মৌলানা মোহাম্মদ সরোয়ার, মৌলানা মাহবুবুল
হক, মৌলানা আবু তাহের, মৌলানা শাহেদুল ইসলাম, মোঃ সিকান্দর, মোঃ আজম, প্রকাশ চন্দ্র
নাথ, মোঃ সাকিব মন্টু সহ প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথি আসন্ন মহান ৭ চৈত্র, 21 মার্চ মহাত্মা সম্মেলন-২০১৪ বিষয়ের প্রস্তুতি মূলক সচেতনতা জাগ্রত
করতে সকল সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
রাহে ভাণ্ডার তথ্য ডেস্ক
সম্পাদনায়: তুশার, তথ্য: মৌলানা শাহেদ, ছবি -সাকিব মন্টু
...
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন