গত ২২ মাঘ ১৪২০ বাংলা, ৩ রবিউস্ সানি ১৪৩৫ হিজরী, ০৫ ডিসেম্বর ২০১৪ ইংরেজী,
রোজ মঙ্গলবার বা’দ এশা রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে “মাসিক ফাতেহা”
অনুষ্ঠিত হয়।
উক্ত ফাতেহায় সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন, হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাওপ)-এর সভাপতি, শাহজাদা ডা: ছৈয়দ আরেফ হোছাইন (মা:), রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) এর কার্যনির্বাহী সদস্য ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন (মা:), রাহে ভান্ডার এ্যানোবেল এওয়ার্ড প্রাপ্ত মাইভান্ডারী সঙ্গীত সাধক ছুফি মোহাম্মদ আমিনুর রহমান, ছুফি মোহাম্মদ ইউছুফ মিয়া, ছুফি মোহাম্মদ জাফর মিয়া এবং রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু (মাঃ)।
এছাড়া আরও
উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সাধারন সম্পাদক মৌং
তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী (মাঃ) ; রাতআপ - চান্দগাঁও শাখার সভাপতি জনাব
মো: জেবল হোসেন; সীতাকুন্ড শাখার সভাপতি জনাব আ.স.ম.মোছলেহ উদ্দিন সুজন সহ
প্রমুখ।
ফাতেহাতে রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সাংস্কৃতিক
সম্পাদক মৌং মো: শাহেদুল ইসলাম দরুদ ও কিয়াম পাঠ করেন।এরপর রাহে ভান্ডার
ছুফি শিল্পী পরিষদের সমন্বয়ে কাওয়ালী পরিবেশনায় পবিত্র ছেম’আ মাহফিল
অনুষ্ঠিত হয়। পরিশেষে অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন আখেরী মোনাজাতের
মাধ্যমে ফাতেহার কার্যক্রম শেষ করেন।
তথ্য ও ছবিঃ সোহাদ বিন লিয়াকত
....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন