রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

"মহাত্মা সম্মেলন-২০১৪" উপলক্ষে রাহে ভান্ডার ওলামা পরিষদের প্রস্তুতি সভা সম্পন্ন

  ১৪ ফ্রেব্রুয়ারী ২০১৩ ইংরেজী, শুক্রবার ২ ফাল্গুন ১৪২০ বাংলা, বিকাল ৩টায় রাহে ভান্ডার ওলামা পরিষদের নগর কার্যালয় মোহরাস্থ মালেক মঞ্জিলে ওলামা পরিষদের উদ্যেগে এক বিশেষ সভার আহবান করা হয়।

 সভাটি রাহে ভান্ডার ওলামা পরিষদের  সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী  সভাপতিত্বে এবং ওলামা পরিষদের সম্মানিত সাধরণ সম্পাদক ও গোমদন্ডী ইসলামীয়া সিনিয়র মাদরাসার সিনিয়র আরবী শিক্ষক মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত হয়।
 আসন্ন মহাত্মা সম্মেলন উপলক্ষ্যেমানবাত্মার আত্মিক উন্নতি সাধনে মহাত্মাগণের আত্মার আত্ম সংলাপের ভূমিকাশীর্ষক প্রস্তুতিমূলক আলোচনা করা হয় এবং পরিষদের পক্ষ হতে প্রতিবারের ন্যায় একটি আর্থিক বাজেটও তৈরী করা হয় তাছাড়া আসন্ন সম্মেলনে ওলামা পরিষদের কর্মকান্ড নিয়েও বিবিধ আলোচানা করা হয়
 
উক্ত সভায় উপস্থিত ছিলেন ওলামা পরিষদের বিভিন্ন সদস্যদের মধ্যে মৌলানা ইউনুচ সুলতান রাহে ভান্ডারী, মৌলানা মুহাম্মদ লোকমান হোসাইন রাহে ভান্ডারী, মৌলানা মাহমুদুল হক্ব  রাহে ভান্ডারী, মৌলানা গোলাম মুস্তফা রাহে ভান্ডারী প্রমুখ



সম্পাদনায়মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী
তখ্য: মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী
 ছবি: মোহাম্মদ রবউল ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন