শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর ওরছ শরীফ

 আখেরী মোনাজাত পরিচালনা করছেন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)
গত ৪ ফেব্রুয়ারী ২০১৪ইং ২২ মাঘ ১৪২০ বাং বোয়ালখালী থানাধীন মধ্যম কধুরখীলস্থ খানকায়ে গাউছে মাইজভান্ডারী উজিরীয়া হাশেমীয়া’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছৈয়দ এম আবুল হাশেম মাইজভান্ডারীর উদ্যোগে– খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দ মারুফ বিন কাদের সাজিদ (মাঃ) – নায়েব মোন্তাজেম, দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরীকার বর্তমান দীক্ষাগুরু- নবী দিবস ও রাহে ভান্ডার সম্মাননা পদক এর প্রবর্তনকরী এবং মহাত্মা সম্মেলনের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ)।

এতে অন্যান্য সম্মানিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ছৈয়দ সাইফুল ইসলাম (মাঃ)- সাজ্জাদানশীন-নাছির ভান্ডার দরবার শরীফ, হযরতুল আল্লামা ছৈয়দ শায়েস্তা খাঁন আল আজহারী- প্রভাষক-জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, মুফতি আবু ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী- খলিফা- ফরহাদাবাদ দরবার শরীফ, শাহজাদা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ)- নায়েব সাজ্জাদানশীন- রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ, মৌলানা নূর হোসেন হেলালী- সিনিয়র শিক্ষক- বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, শাহ সুফী মোস্তাক আহমদ নূরী- নূরী ভান্ডার দরবার শরীফ, কুতুবদিয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য- মুজাহিদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি-আমুচিয়া ইউনিয়ন ও সাংবাদিক সমিতির সভাপতি- এম.এ.মান্নান; আলহাজ্ব আব্দুল আজীজ ভান্ডারী; মৌং মো: ইমরান হোসাইন; জনাব শওকত উল্লাহ সহ অনেকে।

এতে প্রধান উদ্যোক্তা এম এ হাশেম মাইজভান্ডারী ও মৌলানা নূর হোসেন বক্তব্যের পাশাপাশি তরীকতের আলোকে আউলিয়াগণের আধ্যাত্মিক- সামাজিক অবদান ও গুরুত্ব তুলে ধরে এরুপ পবিত্র ওরছ মাহফিল আয়োজনের প্রয়োজনীয়তার উপর বিশেষ বক্তব্য রাখেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ)।

মাহফিল-এ মাইজভান্ডারী ত্বরীকা এবং এর দর্শন বিবেচনায় খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর জীবন চরিত ও সুফী দর্শন নিয়ে আলোচনা করা হয়।

মাইজভান্ডারী ত্বরীকার রীতি মোতাবেক উক্ত মাহফিল-এ স্বনাম ধন্য সূফী শিল্পীগণ কর্তৃক আধ্যাত্নিক সূফী সঙ্গীত-ছেমা পরিবেশিত হয়।

পরিশেষে,মহান রাব্বুল আলামীনের দরবারে সমস্ত বিশ্ব-জগতের জন্য দোয়া কামনা করে আখেরী মোনাজাত করেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ এর সাজ্জাদানশীন- মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ)।


তথ্যসূত্র ও ছবি - সোহাদ বিন লিয়াকত

.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন